মামলার বাদী তিওয়ারির ভাষ্য, "কেকের ওপরে মদ ঢেলে, আগুন জ্বালিয়ে এবং জয় মাতাজি উচ্চারণ করে বহু মানুষের ধর্মীয় ভাবাবেগকে খাটো করা হয়েছে।"
Published : 29 Dec 2023, 11:45 AM
বড়দিনে পারিবারিক আনন্দ উদযাপনের ভিডিও ভাইরাল হওয়াই 'কাল' হল বলিউডের কাপুর পরিবারের জন্য। ক্রিসমাসের কেক কেটে বিতর্কে জড়িয়েছেন রাণবীর কাপুর। ঘটনা কেবল বিতর্কে আটকে থাকেনি, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলায় ফেঁসেছেন 'অ্যানিমাল' সিনেমার নায়ক।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বড়দিনে পারিবারিক মধ্যাহ্নভোজে কেকের ওপরে সুরা ঢেলে তাতে আগুন জ্বালান রাণবীর। সে সময় বলে ওঠেন 'জয় মাতাজি'। কেক কাটার সময় রাণবীরের পাশে ছিলেন স্ত্রী আলিয়া ভাট এবং পরিবারের অন্য সদস্যরা।
এনডিটিভি লিখেছে, ওই দিন থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাণবীরের ভিডিওটি। অনেকে মজা পেয়েছেন, কেউ কেউ সমালোচনাও করেছেন। আর সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি রাণবীরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ মামলা ঠুকে দিয়েছেন।
তিওয়ারির ভাষ্য, "কেকের ওপরে মদ ঢেলে, আগুন জ্বালিয়ে এবং জয় মাতাজি উচ্চারণ করে বহু মানুষের ধর্মীয় ভাবাবেগকে খাটো করা হয়েছে।"
মামলার অভিযোগে বলা হয়, "হিন্দুধর্মে পূজার সময়ে অন্য সব দেবদেবীর মধ্যে সবার আগে অগ্নিদেবতার নাম করা হয়। কিন্তু রাণবীর কাপুর ও তার পরিবারের সদস্যরা অন্য ধর্মের উৎসব পালনের সময় নেশাদ্রব্য ব্যবহার করেছেন এবং 'জয় মাতাজি' বলেছেন, যা ধর্মীয় আবেগকে ছোট করে।"
হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী কাপুর পরিবারে বড়দিনের মধ্যাহ্নভোজ পুরনো দিনের রীতি। ওই পার্টিতে পরিবারের সদস্যরা এক হওয়ার চেষ্টা করেন। এবারের পার্টি এ পরিবারের জন্য বিশেষ ছিল। কারণ প্রথমবার সেখানে নিয়ে আসা হয় রাণবীর-আলিয়ার মেয়ে পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাহা কাপুরকে।
আর ওইদিনই প্রথম রাহাকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান আলিয়া-রাণবীর। রাহার সেই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে।
গত বছররে ৬ নভেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে রাহার জন্ম হয়। এতদিন মেয়েকে সবার চোখের আড়ালে রেখেছিলেন এই তারকা দম্পতি।