ডিসেম্বরে বড় দিনে প্রেক্ষাগৃহে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ গল্প অবলম্বনে নির্মিত একটি সিনেমা। মুক্তির মাস দেড়েক আগে সেই সিনেমার পোস্টার এল প্রকাশ্যে।
আনন্দবাজার বলছে, রবি ঠাকুরের গল্পের নামেই সিনেমার নাম রাখা হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, রাস্তায় কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি।
‘কাবুলিওয়ালা’কে একাধিকবার পর্দায় এনেছেন ভারতীয় নির্মাতারা। সেকালে বাঙালি দর্শকদের কাছে ‘কাবুলিওয়ালা’ ছিলেন অভিনেতা ছবি বিশ্বাস। এবার চরিত্রটির রূপদান করছেন মিঠুন চক্রবর্তী। মিনির চরিত্রে অভিনয় করেছে কলকাতার শিশুশিল্পী অনুমেঘা কাহালি।
পরিচালক তপন সিংহ ‘কাবুলিওয়ালা’ বানিয়েছিলেন ১৯৫৬ সালে। এরপরে হিন্দিতেও দুবার রাবীন্দ্রনাথের কালজয়ী গল্পটি পর্দায় এসেছে সিনেমা আকারে। এবার মিঠুনকে কাবুলিওয়ালা ‘রহমত আলী’ বানিয়ে নতুন সিনেমা নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সুমন ঘোষ।
ছোট্ট মেয়ে মিনি আর কাবুলিওয়া রহমত আলীর বন্ধুত্ব এই গল্পের মূল বিষয়। ‘কাবুলিওয়ালা’ প্রযোজনা করছে প্রযোজক সংস্থা ‘এসভিএফ’।
কলকাতায় মিঠুনের সবশেষ সিনেমা 'প্রজাপতি' দারুণ প্রশংসা কুড়িয়েছে। ‘প্রজাপতি’তে গৌর চক্রবর্তী নামে এক সত্তর বছর বয়সী বৃদ্ধ বাবার ভূমিকায় অভিনয় করে ‘বাংলা ফিল্ম ফেয়ারে’ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মিঠুন। গত বছরের ডিসেম্বরে কলকাতায় মুক্তি পায় সিনেমাটি।