অ্যাকশন ঘরানার সিনেমা ‘জেলার’ বছরের শেষে পর্দায় আসার কথা রয়েছে।
Published : 06 Feb 2023, 05:51 PM
বলিউডের একসময়ের অ্যাকশন হিরো হিসেবে পরিচিতি পাওয়া জ্যাকি শ্রফ ফের পাড়ি জমাচ্ছেন দক্ষিণে। দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্তের আগামী সিনেমা ‘জেলার’ এর মুখ্য চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রযোজনা সংস্থা সান পিকচার্স তাদের টুইটারে রজনীকান্তের সাথে জ্যাকি শ্রফের চুক্তিবদ্ধ হওয়ার খবর জানিয়েছে।
টুইটে জ্বলন্ত আগুনের ইমোজি দিয়ে সান পিকচার্স লিখেছে “জেলারের শুটিং সেট থেকে জ্যাকি শ্রফ।”
Jackie Shroff from the sets of #Jailer
— Sun Pictures (@sunpictures) February 5, 2023
@rajinikanth @bindasbhidu @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/O9ees6RuJt
জ্যাকি নিজেও তার ইনস্টাগ্রাম থেকে একই কথা জানিয়েছেন। ওই পোস্টে তার স্ত্রী আয়েশা শ্রফ লিখেছেন, “অসাধারণ জগস!”
এর আগেও রজনীকান্তের সঙ্গে ১৯৮৭ সালে ‘উত্তর দক্ষিণ’ এবং ২০১৪ সালে ‘কোচাদাঈয়ান’ সিনেমায় পর্দা ভাগ করে নিয়েছেন জ্যাকি।
‘জেলার’-এ প্রধান ভূমিকায় অভিনয় করবেন জ্যাকি। শুটিংয়ের বেশিরভাগ অংশই হবে হায়দরাবাদে। তামিল এই সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক নেলসন দিলীপকুমার। অ্যাকশন ঘরানার সিনেমা ‘জেলার’ এ বছরের শেষে পর্দায় আসার কথা রয়েছে।
এতে আরও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, সুনীল, রামা কৃষ্ণান, যোগী বাবু ও বিনায়কান। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল ও শিব রাজকুমার।
গত ১২ ডিসেম্বর রজনীকান্তের জন্মদিন উপলক্ষে জেলারের টিজার প্রকাশ পায়, যেখানে রজনীকান্তের উপস্থিতিই শুধু দেখা গিয়েছিল। সর্বশেষ রজনীকান্তকে দেখা গিয়েছিল ২০২১ সালে মুক্তি পাওয়া ‘আনাত্ত’ সিনেমায়।