যে সব উক্তি ইরফান খানের জাত চিনিয়ে দেয়

“আমি কখনই এমন ভাবমূর্তি তৈরি করতে চাইনি, যাতে কেউ আমার চেহারা ও স্টাইল দেখেই প্রেমে পড়ে যাবে।”

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2023, 09:11 AM
Updated : 7 Jan 2023, 09:11 AM

ইরফান খান নেই, তিন বছর গড়িয়ে গেল, তার অনুপস্থিতি এখনও অনুভব করে বলিউড।

প্রথাগত নায়কোচিত চেহারা না থাকলেও অভিনয় গুণে ইরফান নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়, হয়েছেন প্রশংসিত, বলিউড ছাড়িয়ে হলিউডের রেখেছিলেন পা।

শুধু কি অভিনয়, জীবন বোধের দিক থেকেও নিজেকে স্বতন্ত্র করে রেখেছিলেন এই অভিনেতা।

শনিবার ইরফান খানের জন্ম দিনে টাইমস অব ইন্ডিয়া ইরফানের কিছু আলোচিত উক্তি তুলে ধরেছে, যা অভিনেতা ইরফানের বাইরে অন্য এক ইরফানকে চিনিয়ে দেয়।

  • জীবনকে আপনি কখনই নিয়ন্ত্রণ করতে পারবেন না, তা মেনে নিতে পারলেই আপনি সুখী হবেন

  • সম্মান কিংবা অপমান, কোনোটিই তোমার হাতে নেই

  • যখন আপনি তরুণ, অনেক কিছুই আপনাকে মুগ্ধ করবে। কিছু ঝরে পড়বে, কিছু থেকে যাবে। যে কোনোকিছু ছাড়াই টিকে থাকা সম্ভব, তবে নিজস্ব প্রকৃতিকে অগ্রাহ্য করে কোথাও পৌঁছনো যায় না।

  • ভাষা কাউকে অভিজাত্য এনে দিতে পারে না।

  • সহৃদয়তা জীবনকে আরও সহনীয় করে তোলে। যেমন সুখী মানুষেরা একটি সুখী পৃথিবী গড়ে তুলতে পারে।

  • ব্যর্থতা আপনাকে শেখাবে কীভাবে ব্যর্থতাকে ছাপিয়ে যেতে হয়।

  • একটি উৎকৃষ্ট সমাজ সেটাই, যেখানে প্রতিভাকে যথাযথ মূল্যায়ন করা হয়।

  • সম্ভবত বিখ্যাত হওয়া মানে নিজেকে আশ্বস্ত করা যে নিজের অপূর্ণতাগুলোকে আপনি পূরণ করেছেন।

  • বেশি কথা বলার লোক আমি নই, যদিও লোকেরা মৌনতাকে সমীহ করে।

  • আমি আহত হই যখন দেখি একজন অভিনেতা বা ক্রিকেটার অনেকেরই উপাস্য হয়ে উঠছে। মানুষের জীবনে তাদের অবদান রয়েছে ঠিকই, তবে তারা মহাপুরুষ নয়।

  • আমি কখনই এমন ভাবমূর্তি তৈরি করতে চাইনি, যাতে কেউ আমার চেহারা ও স্টাইল দেখেই প্রেমে পড়ে যাবে।

  • সিনেমা করবে অথচ তার সঙ্গে কোনো সংযোগ থাকবে না, একজন অভিনেতার জন্য এর চেয়ে করুণ কিছু আর হতে পারে না।

বলিউডের মূল স্রোত গা না ভাসিয়ে অভিনয়কে পুঁজি করে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ইরফান খান। তথাকথিত নিয়ম ভেঙে নিজের বেছে নেওয়া পথেই কুড়িয়ে নিয়েছিলেন সাফল্য।

সালাম বোম্বে থেকে ওয়ারিয়র, লাইফ অব পাই, জুরাসিক ওয়ার্ল্ড, স্লামডগ মিলিয়নেয়ারের মতো সিনেমাগুলোতে ঝলসে উঠেছিলেন তিনি। লাঞ্চ বক্স, পিকু, মকবুল তার এক একটি মাইলফলক বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকীর ডুব সিনেমায় অভিনয় করেছিলেন এই বলিউড তারকা।

১৯৬৭ সালের ৭ জানুয়ারি জন্ম নেওয়া ইরফান ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে ২০২০ সালে ২৯ এপ্রিল মারা যান।