গান-আবৃত্তি-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন উদীচীর

উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 04:27 PM
Updated : 8 May 2023, 04:27 PM

গান-আবৃত্তি-কবিতা আর আলোচনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জয়ন্তী উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।

এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় অনুষ্ঠান। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে এতে আলোচনা করেন সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কোষাধ্যক্ষ বিমল মজুমদার, সম্পাদকমণ্ডলীর সদস্য বিজন রায় এবং আরিফ নূর। সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

অনুষ্ঠানে দলীয়ভাবে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ গানটি পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন কানিজ ফাতেমা সূচী, সুস্মিতা কীর্তনিয়া, রাখি কর্মকার, সাজেদা বেগম সাজু এবং জুঁই। আবৃত্তি পরিবেশন করেন সৈয়দা রত্না, সুমিত পাল ও মিজানুর রহমান সুমন।