বিটিএসের ঢাকায় আসা এখনও ‘আলোচনার পর্যায়ে’

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 01:25 PM
Updated : 10 August 2022, 01:25 PM

বিশ্বব্যাপী জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস বাংলাদেশে আসছে বলে সোশাল মিডিয়ায় খবর চাউর হলেও খবর নিয়ে জানা গেল, তা এখনও আলোচনার পর্যায়েই রয়েছে।

বিটিএস আসছে কি না, তা চলতি বছরের ডিসেম্বর মাসের দিকে নিশ্চিত হওয়া যাবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে অন্তর শোবিজ, যারা এই আলোচনা চালিয়ে যাচ্ছে।

‘বিটিএস ঢাকা আসছে’- বুধবার কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এমন খবর প্রকাশিত হলে সোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে অন্তর শোবিজের পরিচালক সাকিব রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিটিএসকে ঢাকায় আনতে ব্যান্ডটির বুকিং এজেন্সির সঙ্গে আমরা যোগাযোগ করেছি।

“জনপ্রিয় এ ব্যান্ডের সদস্যরা বাংলাদেশে আসতে আগ্রহী। আলোচনা চলছে; এখনও নিশ্চিত হয়নি। আশা করছি, চলতি বছরের ডিসেম্বর মাসের দিকে নিশ্চিত হতে পারব। নিশ্চিত হলেই বিস্তারিত জানানো হবে।”

Also Read: এ বছর বিলবোর্ডে বিটিএস আর অলিভিয়ার জয়জয়কার

বিটিএসকে সাধারণত চোখ ধাঁধানো লাইট, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও বিশাল স্টেজে পারফর্ম করতে দেখা যায়।

অন্তর শোবিজের এ ধরনের প্রযুক্তিগত প্রস্তুতি আছে কি না- জানতে চাইলে সাকিব বলেন, “আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এছাড়া প্রয়োজনে পাশের দেশ থেকে সাহায্য নেওয়া যাবে।”

বিটিএসকে আনতে চাইলে কত টাকা খরচ করতে হবে সে বিষয়ে কিছু বলতে চায়নি অন্তর শোবিজ।

সোশাল মিডিয়ায় খবর ছড়িয়েছে যে বিটিএসের শোর প্রতিটি টিকেটের মূল্য হবে ২৫ হাজার টাকা।

এর সত্যতা জানতে চাইলে সাকিব বলেন, “টিকেটের মূল্য কত হবে তাও নির্ধারিত হয়নি। সবই নির্ভর করছে ব্যান্ডটির ঢাকায় আসার বিষয়টা নিশ্চিত হওয়ার উপর। তবে বিটিএসের মতো একটি ব্যান্ডের কনসার্টের টিকেট মূল্য এমনই হওয়ার কথা।”

এর আগে বলিউড কিং শাহরুখ খানকে বাংলাদেশে এনে ইভেন্ট জগতে হইচই ফেলে দিয়েছিল অন্তর শোবিজ। আদনান সামীসহ বিশ্ববিখ্যাত তারকাদের নিয়েও বিভিন্ন সময় ইভেন্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

দক্ষিণ কোরিয়ার পপ বা কে-পপ এর যে জয়জয়কার বিশ্বজুড়ে চলছে, তার পুরোধা ধরা হয় ‘বুলেটপ্রুফ বয় স্কাউটস’ বা বিটিএসকে।

সাত সদস্যের বিটিএস আত্মপ্রকাশ করে ২০১৩ সালে। খুব দ্রুত তারা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে এক কনসার্ট থেকে ৩ কোটি ৩৩ লাখ ডলার (৩১৬ কোটি টাকা প্রায়) আয় করে বিটিএস। চলতি বছরের ১০ জুন মুক্তি পায় ব্যান্ডটির নতুন অ্যালবাম ‘প্রুফ’। মুক্তির প্রথম দিনে রেকর্ড পরিমাণ (২০ লাখ কপি) বিক্রি হয় অ্যালবামটি।

দক্ষিণ কোরিয়ার এ ব্যান্ডের সদস্যারাও বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়। সম্প্রতি এক জরিপে এশিয়ার আকর্ষনীয় পুরুষের তালিকায় বলিউডের হৃতিক রোশনকে হারিয়ে জায়গা করে নিয়েছে বিটিএস সদস্যরা। বাংলাদেশেও অনেক ভক্ত রয়েছে ব্যান্ডটির। ভক্তরা নিজেদের ‘বিটিএস আর্মি’ বলে পরিচয় দেন।