একবার অমিতাভের সঙ্গে ছেলে অভিষেক বচ্চনকে দেখা গেলেও, এবার তিনি নাতি অগস্ত্য নন্দাকে (শ্বেতার ছেলে) নিয়ে জলসার বাইরে এসে দাঁড়ান।
Published : 12 Dec 2023, 11:21 AM
বছরের পর বছর ধরে মুম্বাইয়ের নিজের বাংলো বাড়ি জলসার বাইরে এসে সশরীরের ভক্ত-অনুরাগীদের দেখা দেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। সেই দর্শনে অমিতাভ এবার সঙ্গী করেছেন মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দাকে। যে তরুণের সিনেমায় অভিষেক হয়েছে সদ্য।
আনন্দবাজার লিখেছে, রোববার মানেই ‘জলসা’র সামনে নানা বয়সের নারী-পুরুষের প্রতীক্ষা। কখন তাদের সামনে আসবেন বিগ বি। এসে কিছু কথা বলবেন বা হাত নাড়বেন। হিন্দি সিনেমার বর্ষীয়ান এই মহাতারকাকে দেখে আনন্দ-আবেগে আপ্লুত হন সেখানে জড়ো হওয়া তার অনুরাগীরা।
এর আগে একবার অমিতাভের সঙ্গে ছেলে অভিষেক বচ্চনকে দেখা গেলেও, এবার তিনি নাতি অগস্ত্য নন্দাকে (শ্বেতার ছেলে) নিয়ে জলসার বাইরে এসে দাঁড়ান।
সে সময় অমিতাভ আর অগস্ত্যর নাম ধরে জয়োধ্বনি দেন উপস্থিত জনতা।
পরে সেই ছবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে শেয়ার করেছেন অমিতাভ।
গত ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় নির্মাতা যোইয়া আখতারের সিনেমা ‘দ্য আর্চিস’। এই সিনেমা দিয়ে অগস্ত্য ছাড়াও চলচ্চিত্রে অভিষেক হয়েছে শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও প্রয়াত নায়িকা শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের।
হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির তিন প্রভাবশালী পরিবারের তিন সন্তানের প্রথম সিনেমা নিয়ে আগ্রহ আছে দর্শক এবং ফিল্ম পাড়ার মানুষদেরও। সিনেমায় নির্মাতা ষাটের দশককে তুলে ধরেছেন।
এর আগে এই এই সিনেমার প্রিমিয়ারেও নাতির পাশে দেখা গেছে অমিতাভ ও বচ্চন পরিবারের সবাইকে। সেখানেও নাতি অগস্ত্যকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন বিগ বি।