লুঙ্গি পরে কানে অরণ্য আনোয়ার

‘মা’ সিনেমা নিয়ে কান চলচ্চিত্র উৎসবে গেছেন এই নির্মাতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 05:02 AM
Updated : 20 May 2023, 05:02 AM

ভূমধ্য সাগর তীরের শহর কানে লুঙ্গি পরে ঘুরছেন চলচ্চিত্র নির্মাতা অরণ্য আনোয়ার; তার সঙ্গে আছেন প্রযোজক পুলক কান্তি বড়ুয়া, তার পরনেও লুঙ্গি। এমন ছবি ঘুরছে সোশাল মিডিয়ায়।

ফ্রান্সের শহরটিতে এখন চলছে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসবে’, সেখানে নিজেদের সিনেমা ‘মা’ নিয়ে গেছেন তারা। তার প্রদর্শনীর আগে তাদের লুঙ্গি পরে ঘুরতে দেখা যাচ্ছে।

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ফেইসবুকে লিখেছেন, “এবার বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতির একটা অংশ যেন নির্মাতা অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি বড়ুয়ার হাত ধরেই বিশ্ব দরবারে প্রকাশ পেল।”

অরণ্য আনোয়ার ফ্রান্স থেকে গ্লিটজকে বলেছেন, নিজের পূর্বপুরুষদের ঐতিহ্যকে তুলে ধরতেই তিনি লুঙ্গি পরে উৎসবে ঘুরছেন এবং এর মধ্য দিয়ে নিজের নতুন সিনেমার প্রচারও করছেন।

তবে মূল উৎসবের রেড কার্পেটে নয়, উৎসবের চলচ্চিত্র বাজার এবং বাংলাদেশ বুথে তারা লুঙ্গি পরে গিয়েছিলেন বলে জানান তিনি।

অরণ্য আনোয়ার বলেন, “উৎসবের চতুর্থ দিন লুঙ্গি আর মা সিনেমার লোগো সম্বলিত পাঞ্জাবি পরে কাটিয়েছি। বাংলাদেশ বুথে বসেছি। কেউ কেউ আমার প্রতি অতি আবেগ প্রকাশ করতে গিয়ে সেটাকে রেড কার্পেট বলছেন, তারা দয়া করে ভুলটুকু শুধরে নেবেন। আমি সত্যের সঙ্গে বসবাস করতে চাই।”

তিনি বলেন, “আমার বন্ধু মোস্তফা কামাল রাজ হঠাৎ ছবি তুলে ফেইসবুকে দিয়েছে। এরপর অনেকে আমার কাছে জানতে চাইছেন, কেন আমি লুঙ্গি পরে ঘুরলাম?

“আমি মূলত বাংলাদেশকে তুলে ধরেছি। আমার পূর্বপুরুষ লুঙ্গি পরতেন। আমি সেই ঐতিহ্য তুলে ধরেছি। অনেক বিদেশি তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে আসেন। সেজন্যই আমিও লুঙ্গি পরেছি।”

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে মার্শে দ্যু ফিল্মের আওতায় পালে দে ফেস্টিভালে ভবনের পালে ই থিয়েটারে প্রিমিয়ার হবে অরণ্য আনোয়ার পরিচালিত মা সিনেমার। শনিবার স্থানীয় সময় ৫টা ৪০ মিনিটে সিনেমাটি সেখানে দেখানো হবে।

মার্শে দ্যু ফিল্ম মানে চলচ্চিত্র বাজার। এটি উৎসবের মূল আয়োজনের অংশ নয়। বিভিন্ন দেশের সিনেমা প্রযোজকেরা তাদের সিনেমা নিয়ে এখানে অংশ নেন। এর আগেও বাংলাদেশের বেশ কিছু সিনেমা এই বাজারে প্রদর্শিত হয়েছে। তবে এবার অরণ্য আনোয়ারের মা সিনেমাটিই কেবল প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশে শুক্রবার (১৯ মে) মুক্তি পাওয়ার কথা ছিল মা সিনেমার। কিন্তু তারিখ পিছিয়ে এটি মুক্তি পাচ্ছে ২৬ মে। তার আগে প্রিমিয়ার হচ্ছে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে।

মা সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।