প্রত্যেকেরই নিজের প্রিয় মানুষের সাথে কাজ করা ও সিনেমায় বেছে নেওয়ার অধিকার থাকা উচিত বলে মনে করেন তাপসী।
Published : 17 Jun 2023, 01:39 PM
গেল কিছুদিন আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ‘বলিউড শিবির’ নিয়ে মন্তব্যের জবাব দিয়েছিলেন কঙ্গনা রানাউত। এবার তা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নু।
এই অভিনেত্রীর বলিউডের শিবির বিভাজন ও স্বজনপোষণ নিয়ে কারো প্রতি কোনো অভিযোগ নেই বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তাপসী বলেছেন, “প্রত্যেকেরই নিজের প্রিয় মানুষের সাথে কাজ করা ও সিনেমায় বেছে নেওয়ার অধিকার থাকা উচিত। তাছাড়া বলিউডে দলবাজি তো চিরকালই রয়েছে। সবাই জানে। তবে কেন এ নিয়ে এখন প্রশ্ন তুলছি আমরা?”
তারকাসন্তান নন, এমন বহিরাগতদের টিকে থাকতে লড়াই করতে হয়, তা স্বীকার করে নিয়ে তাপসী বলেন, “আপনি সব জেনেও যদি এই ইন্ডাস্ট্রির অংশ হতে চান, তবে তা জেনে বুঝেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন। এর পরে এসব নিয়ে অভিযোগ তোলার আর কোনো মানে হয় না।”
তাপসী মনে করেন, ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় নিজেকে প্রমাণ করার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া উচিৎ। কারণ একটি সুপারহিট সিনেমা পরবর্তী ১০ বছরকে সুরক্ষিত করতে পারবে না কখনোই।
“আমাদের নিজস্ব অবস্থান তৈরি করতে ধারাবাহিকভাবে ভাল কাজ করে যেতে হবে।”
শাহরুখ খানের নায়িকা হয়ে উচ্ছ্বসিত তাপসি পান্নু