আমানকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন; তার শারীরিক অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সুমিত্রা সেনের মেয়ে শিল্পী শ্রাবণী সেন জানিয়াছেন, গত ২১ ডিসেম্বর তার মাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তবে পরিবার তাকে হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখার কথা ভাবছে বলে জানিয়েছে আনন্দবাজার।
শ্রাবণী সেন জানান, গতমাসে ঠাণ্ডা লেগে সর্দি-জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলেন তার মা। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সে সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই শিল্পীর বয়স হয়েছে ৯০ বছর। অনেকদিন ধরেই বার্ধক্যের নানা জটিলতায় তিনি ভুগছেন।
সুমিত্রার সেনের দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন।