‘বাকিংহাম মার্ডারস’ সিনেমায় এক গোয়েন্দার চরিত্রে দেখা যাবে কারিনাকে।
Published : 17 Oct 2023, 02:28 PM
ক্যারিয়ারে প্রথমবারের মত গোয়েন্দা চরিত্রে কাজ করেছেন বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর; যার ঘাড়ে দায়িত্ব পড়েছে এক শিশুর মৃত্যু-রহস্যের কূল কিনারা করার।
কারিনাকে জাসমীত ভামরা ওরফে জ্যাস নামের এক গোয়েন্দা চরিত্রে দেখা যাবে ‘বাকিংহাম মার্ডারস’ সিনেমায়। সিনেমায় নিজের সন্তানকে হারান কারিনা। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা হংসল মেহতা।
ইনস্টাগ্রামে করিনা নিজের চরিত্রের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। পিংকভিলা বলছে, শনি ও রোববার ‘বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভালে ‘বাকিংহাম মার্ডারস’ সিনেমার প্রিমিয়ার হয়েছে।
ইনস্টাগ্রামের পোস্টে কারিনা বলেন, “আমি নিজে গোয়েন্দা কাহিনীর দারুণ ভক্ত। এ ধরনের একটি চরিত্র পেতে গত ২৩ বছর ধরে অপেক্ষা করে আছি আমি। বলতে পারেন মরিয়া হয়ে উঠেছি। আমাকে চিত্রনাট্যের ২৫ পাতার একটি সারাংশ পড়তে দিয়েছিলেন মেহতা। একদিন রাত ১টায় পড়তে শুরু করালাম, পুরোটা শেষ করে তবে উঠেছি। মনে হয়েছিল, যাকে খুঁজছি, তাকে পেয়েছি।“
কারিনার ভাষ্য, হংসল মেহতা আর তিনি কিছুটা প্রথাবিরোধী কাজ করেছেন এই সিনেমায়।
“অনেক ভালোবাসা দিয়ে আমারা সিনেমাটি বানিয়েছি। হাসি-আনন্দও আছে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট দিয়ে আমাদের সিনেমাটি যাত্রা শুরু করল। আমি অত্যন্ত নার্ভাস এবং একইসঙ্গে রোমাঞ্চিতও। কারণ প্রথমবার অভিনয়ের পাশাপাশি আমি প্রযোজক হয়েছি।“
এ সিনেমার সিক্যুয়েল করারও ইঙ্গিত দিয়েছেন কারিনা। বলেছেন, “আশা রাখছি জ্যাসের যাত্রা এখানেই শেষ হবে না। কারণ আমার স্বপ্ন এমন এক শক্তিশালী নারী চরিত্র সৃষ্টি করা, যার নিজের কষ্ট প্রশ্নাতীত, কিন্তু তার মনোবল অশেষ।“
‘দ্য বাকিংহাম মার্ডারস’ মুক্তি পাবে আগামী বছরে।