মিশরে চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন অনন্ত-বর্ষা

“এটা আমাদের জন্য বড় সুযোগ। সেখানে আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরব,” বললেন অনন্ত জলিল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2022, 09:18 AM
Updated : 4 Oct 2022, 09:18 AM

বাংলাদেশের সিনেমার হালহকিকত বিশ্বের নির্মাতাদের সামনে তুলে ধরতে মিশরে এক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গেলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।

কায়রোর আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত। ওই উৎসবে বালাদেশের সিনেমা নিয়ে আলোচনায় অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছাড়েন জলিল ও বর্ষা।

গ্লিটজকে জলিল বলেছেন, কায়রোর নির্মাতা আলামির আবাজা তাদের ‘চিঠি দিয়ে ওই উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ’ জানান ।

এই প্রথম বাংলাদেশ থেকে কেউ মিশরের এই চলচ্চিত্র উৎসবে যাচ্ছে জানিয়ে অনন্ত জলিল বলেন, “আমরা চাই, বাংলাদেশের সিনেমা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে। ইতোমধ্যে তুর্কি, ইরান, মালয়েশিয়ায় আমরা সিনেমা নিয়ে গিয়েছি।

“আপনারা দেখেছেন, যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করছি। এবার মিশর যাচ্ছি। সেখানে অনেক চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী-কলাকুশলীদের সাথে দেখা হবে। এটা আমাদের জন্য বড় সুযোগ। সেখানে আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরব।”

বর্ষাও বললেন, এমন সুযোগ তাদের জন্য ‘দারুণ ঘটনা’। সেখানে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে ‘আলাপ করবেন’ তারা।

অনন্ত-বর্ষা অভিনীত সর্বশেষ সিনেমা ‘দিন: দ্য ডে’ নির্মিত হয়েছে ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায়।

বড় বাজেটের ওই সিনেমা আলোচনার জন্ম দিলেও ব্যবসা করতে পারেনি সেভাবে। তার মধ্যে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম চুক্তি লঙ্ঘনের অভিযোগে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলে সিনেমাটি নিয়ে নতুন আলোচনার তৈরি হয়। 

Also Read: অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন ‘দিন: দ্য ডে’ পরিচালক