বিয়ে করলেন কালকাতার গায়ক দুর্নিবার সাহা, কনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেন। আর সেই বিয়ের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দাঁড়িয়ে থেকে তাদের চার হাত এক করে দিলেন নায়ক প্রসেনজিৎ।
আনন্দবাজার জানিয়েছে, দুর্নিবার-মোহর এক বছর প্রেম করে বিয়ের জন্য ছাদনা তলায় দাঁড়ান বৃহস্পতিবার কলকাতার একটি হোটেলে।
লালচে-গোলাপী বেনারসী আর ভারি গয়না পরেছিলেন মোহর; আর বর দুর্নিবারের পরনে ছিল লাল সুতার কাজ করা পাঞ্জাবি এবং মাথায় টোপর।
মালাই কবাব, ফুচকা, পনির থেকে শুরু করে, পোলাওয়ের সাথে মাছের নানা রকম পদ, খাসির মাংস ও মিষ্টি রাখা হয় খাবারের আয়োজনে।
প্রসেনজিতের পরিবারের সদস্য এবং তার টিমের সদস্যরা ছাড়াও কলকাতা সিনেমা জগতের অনেকেই ছিলেন নিমন্ত্রিতের তালিকায়।
অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিয়ের খুঁটিনাটি সব কাজের দায়িত্ব প্রসেনজিৎ সরাসরি দেখভাল করেছেন বলে জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম।
কলকাতার সংগীতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে প্রচারের আলোয় আসেন দুর্নিবার। এটি তার দ্বিতীয় বিয়ে।
এর আগে ২০১৭ সালে কোর্টে গিয়ে তিনি বিয়ে করেছিলেন প্রেমিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে। চার বছর বাদে ২০২১ সালে সামাজিকভাবে অনুষ্ঠান করে মীনাক্ষীকে ফের বিয়ে করেন। কিন্তু তারপরেই ঘটে বিচ্ছেদ।
সেই বিচ্ছেদের বছর পার হতে না হতে মোহরকে বিয়ে করলেন দুর্নিবার।