“ওমর সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি তার সাথে আমার নামের মিল আছে,” বলেন নির্মাতা রাজ।
Published : 08 Feb 2024, 12:39 AM
ঢাকাই সিনেমার অভিনেতা শরীফুল আলম রাজের নতুন সিনেমা ‘ওমর'। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এই সিনেমায় রাজকে নাম ভূমিকায় দেখা যাবে। ফেইসবুকে রাজকে নিয়ে নতুন সিনেমার খবর দিয়েছেন পরিচালক নিজেই।
রাজ বলেন, “ওমর সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি তার সাথে আমার নামের মিল আছে। আমি রাজ, সেও রাজ। শরিফুল রাজ। ওমর সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি।"
রাজকে নিয়ে আশাবাদী পরিচালক বলেন, “রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। আমাদের সঙ্গে আছে আরেক রাজ। তিনি হলেন চিত্রগ্রাহক রাজু রাজ। আমরা তিন রাজ একসাথে আসছি।"
‘ওমর' সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে।
গত বছর প্রথমে 'পরাণ' সিনেমা দিয়ে অভিনয়ে প্রথম আলোচনায় আসেন রাজ। এরপর একই বছরে তার 'হাওয়া' এবং 'দামাল' তাকে এনে দেয় খ্যাতি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)