কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাতে ট্রফি ওঠায় দেশের আর্জেন্টিনা সমর্থক শোবিজ তারকারাও ফেটে পড়েছেন উল্লাসে। সোশাল মিডিয়ায় চলছে তাদের আর্জেন্টিনা ও মেসি বন্দনা।
আবার ব্রাজিলভক্ত তারকারাও পিছিয়ে নেই, তাদের দল ফাইনালের মাঠে না থাকলেও আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানিয়েছেন।
‘আর্জেন্টিনা চলো!’
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার পাঁড় সমর্থক। বিশ্বকাপে পছন্দের দলের প্রতিটি ম্যাচের পর তার ফেইসবুক পোস্ট বুঝিয়ে দিত, তিনি চাইছেন মেসির হাতেই উঠুক এবারের বিশ্বকাপ।
রোববার রাতের ফাইনালে আর্জেন্টিনা জেতার ঘণ্টা দুয়েক পরে ফেইসবুকে দুটি কান্নার ইমোজি দিয়ে পরীমনি লেখেন, “আমি কেমন বোকার মত এখনো কানতেছি।”
সেই পোস্টে স্বামী শরিফুল রাজকে ট্যাগ করে আব্দার করেছেন তাকে আর্জেন্টিনা নিয়ে যাওয়ার জন্য।
মেসিদের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে পরীমনি জানান শান্তিবার্তা।
অবশ্য আর্জেন্টিনাভক্ত পরীমনিকে আরও কয়েকদিন আকাশি সাদার বদলে পরতে হবে হলুদ জার্সি। কারণ নেদারল্যান্ডসের সাথে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে পরীমনি ঘোষণা দিয়েছিলেন, যদি আর্জেন্টিনা জিতে যায়, তাহলে রাজের জন্য সাত দিন ব্রাজিলের জার্সি পরবেন তিনি। রাজের দল ব্রাজিল তো আগেই বিদায় নিয়েছে।
“আজ রাতে অনেকেরই ঘুম হবে না
গোল্ডেন বল হাতে নিয়ে মেসির ‘ট্রফি’ স্পর্শের ছবি পোস্ট করে রাতের ঘুম হারাম হওয়ার কথা জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
“আজ রাতে অনেকেরই ঘুম হবে না... কারও আনন্দে, কারও কষ্টে... ঘটনা সত্য!”
“ফুটবলের জন্য কী সুন্দর মুহূর্ত”
চলচ্চিত্র-নাটক নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ব্রাজিলের সাপোর্টার। কিন্তু ফাইনালে তিনিও জয় চেয়েছিলেন আর্জেন্টিনার জন্য। তার কথা ছিল, “শুধু মেসি না, করিম বেনজেমার জন্যও আর্জেন্টিনার জেতা উচিত”
‘রুদ্ধশ্বাস’ ম্যাচ শেষে আর্জেন্টিনাকে অভিনন্দন জানানো এই নির্মাতার ভাষ্য, “সেরা ফাইনাল!... ফুটবলের জন্য কী সুন্দর মুহূর্ত।”
“ভালোবাসা আর্জেন্টিনা”
আরেক ব্রাজিলভক্ত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী খেলা চলার সময়ে বেশ কয়েকটি পোস্ট করেছেন। লিখেছেন, “গোল! ভালোবাসা আর্জেন্টিনা।“
ইউরোপের ‘পাওয়ার ফুটবলের’ উদ্দেশ্যে এই নির্মাতার পরামর্শ, “তোমাদের পাওয়ার ফুটবল বাসায় রেখে আসো। এটা স্কিল বন্ধু...।”
তার শেষ পোস্ট ‘মেসি’র জন্য।
“অনেক বছরের স্বপ্ন”
চিত্রনায়ক জায়েদ খান স্পপ্ন পূরণের কথা জানিয়েছেন ফেইসবুকে।
‘আমার বাবা খুশি’
মেসিদের জয়ে ছেলে আব্রাম খান জয়ের জার্সি পরা তিনটি ছবি পোস্ট করে ছেলের খুশির কথা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
মিষ্টি খেলেন নিরব
আর্জেন্টিনার খোলোয়াড়দের নানা মুহূর্তের ছবিসহ মোট ছয়টি পোস্ট দিয়ে নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন অভিনেতা নিরব হাসান।
শেষ গোলের পর লিখেছেন “অনেকদিন পর মিষ্টি খেলাম …”
মোসির ‘ট্রফি’ নেওয়া মঞ্চে আর্জেন্টাইন খোলোয়াড়দের উচ্ছ্বাসের ভিডিও টাইমলাইনে রেখেছেন তিনি।
এছাড়া অভিনেতা বাপ্পি চৌধুরী, ইমন, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, অশনা হাবিব ভাবনা, মৌসুমী হামিদ, দিলরুবা দোয়েল, প্রার্থনা ফারদিন দিঘীসহ চলচ্চিত্র জগতের আরও অনেকে আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানিয়েছেন।