ষাটের দশকের পপ সংস্কৃতি ঘিরে এক দল বন্ধুর আনন্দ, প্রেম ও মান-অভিমানের ঝলক তুলে ধরেছে ‘দ্য আর্চিস’ সিনেমার টিজার। ব্রাজিলের সাও পাওলোতে টুডুম ইভেন্টে এ সিনেমার প্রায় দেড় মিনিটের টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স। সিনেমার নির্মাতা জয়া আখতার তার অভিনয় শিল্পীদের নিয়ে গত সপ্তাহেই টুডুম ইভেন্টে যোগ দিয়েছেন। একটি গানের কিছু অংশ দেখা গেছে টিজার জুড়ে। আর তাতে শাহরুখ কন্যা সুহানা খান, শ্রীদেবীর মেয়ে বনি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্যা নন্দার নাচে-গানে আছে উজ্জ্বল উপস্থিতি। বলিউডের তিন প্রভাবশালী পরিবার থেকে আসা এই তিন নবাগতার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে। পরিচালকও তার ইনস্টাগ্রামে টিজার প্রকাশ করে বলেছেন, তিন তরুণের রসায়ন জানাতে তারও আর তর সইছে না। তবে সিনেমা মুক্তির তারিখ এখনও জানায়নি নেটফ্লিক্স।
Published : 18 Jun 2023, 11:09 AM