ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Published : 30 Apr 2023, 09:07 PM
গণসংগীতের সুরে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ডাকে মে দিবস পালন করেছে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পী গোষ্ঠী, বহ্নিশিখার শিল্পীরা।
তারা গেয়ে শোনান 'বুক বেঁধে লড়তে হবে', 'কারখানাতে ক্ষেত খামারে', এ মাঠে আর কারখানাতে সারাদিন যায় ঘাম ঝরাতে', 'সারাদিন পিটি কার দালানের ছাদ গো', ফুল খেলবার দিন নয় অদ্য', এ লড়াই বাঁচার, এ লড়াইয়ে জিততে হবে', 'চাকাতো ঘুরালাম আগুন জ্বালালাম' গানগুলো।
এছাড়া একক কণ্ঠে গান পরিবেশন করেন সমর বড়ুয়া, অলক দাস গুপ্ত, সুরাইয়া পারভীন, আবিদা রহমান সেতু ও আসিফ ইকবাল সৌরভ।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
আলোচনায় অংশ নেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য কবি মুহাম্মদ সামাদ। সঞ্চালনা করেন গণসংগীত শিল্পী ফকির সিরাজ।
মামুনুর রশীদ বলেন, "এই দেশ কৃষকের, শ্রমিকের, মজুরের সব ধর্মের মানুষের- কিন্তু সেই স্বপ্নটা এখনো বাস্তবায়িত হয়নি। এই দেশ সব মানুষের হয়ে উঠেনি। তবুও এই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে মে দিবসের প্রাক্কালে যারা এখানে সমবেত হয়েছেন, যারা এখানে নেই। কিন্তু স্বপ্নটাকে লালন করে চলেছেন, এই চেতনাকে ধারণ করে। সবাই মিলে এই দেশকে সব মানুষের গড়ে তুলব। এই দেশ শ্রমিকের, কৃষকের- সব মানুষের হোক।"
মে দিবসের প্রচলন শুরুর আগেই এ দেশে কৃষক বিদ্রোহ হয়েছিল, সে কথা মনে করিয়ে দিয়ে মামুনুর রশীদ বলেন, " ফকির বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ আমাদের বীরের জাতিতে পরিণত করেছে।
"আদমজি জুট মিল, টঙ্গী, খুলনায় জুট মিলের শ্রমিকেরা পাকিস্তানিদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু সেই জুট মিলগুলো নানা কৌশলে বন্ধ করে দেওয়া হয়েছে।"
রাষ্ট্র এখনো নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি মন্তব্য করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, "আমরা এখনো মৌলিক অধিকার নিশ্চিত করতে পারিনি বলে এখনো অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। এখনো অনেক মানুষ ফুটপাতে ঘুমায়, তাদের ঘর নেই।"
হাজার হাজার সংস্কৃতিকর্মী মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন মন্তব্য করে গোলাম কুদ্দুছ বলেন, "সরকার মাত্র ৪ হাজার সংস্কৃতিকর্মীকে একটা ভাতা দেয়, সেটা খুবই অল্প টাকা। যে শিল্পী মানুষের কাজ করে, তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।"
১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে আন্দোলন গড়ে তোলেন।
আন্দোলন দমনে সেদিন শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে বিক্ষোভ। প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়।
১৮৯০ সাল থেকে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' পালিত হচ্ছে।