'কে বলল এসব কথা? আমি তো ভালো আছি। একদম সুস্থ আছি,' বলেন সাবিত্রী।
Published : 03 Feb 2024, 02:25 PM
কণ্ঠশিল্পী কবীর সুমনের হাসপাতালে ভর্তির খবর মিইয়ে না যেতেই আরেক তারকার অসুস্থতার খবরে চমকে উঠেছিল দুই বাংলার সিনেপাড়া।
শুক্রবার খবর রটেছিল বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় নাকি বেশ অসুস্থ; বাড়িতে তার নেবুলাইজার চলছে।
তবে অসুস্থতার খবর অভিনেত্রী নিজেই নাকচ করে দিয়েছেন, জানিয়েছেন একদম ঠিকঠাক আছেন তিনি।
অসুস্থতার গুজবে খানিকটা বিরক্তও ৮৬ বছর বয়সী এই অভিনেত্রী।
কলকাতার এই সময় অনলাইন বলছে, অসুস্থতার সত্যমিথ্যা যাচাইয়ে টেলিফোন করা হলে সাবিত্রী নিজেই ফোন ধরে বলেন, “ভালোই আছি।”
অসুস্থতার খবর বলতেই আকাশ থেকে পড়ার উপক্রম অভিনেত্রীর।
নিজেই খবর দিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তিনি জানিয়েছেন, একদম সুস্থ রয়েছেন।
'কে বলল এসব কথা? আমি তো ভালো আছি। একদম সুস্থ আছি,' বলেন সাবিত্রী।
ব্যাস, তাতেই সিনেপাড়ায় যেন স্বস্তি নামে।
বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। আপামর বাংলা ছবির দর্শক আজও সাদা-কালো আবহে উত্তর কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তী শিল্পীদের সঙ্গে সাবিত্রীর অভিনয়ের ভক্ত।
আজও বয়সের ভারে নুইয়ে পড়েননি সাবিত্রী চট্টোপাধ্যায়। কাজ করে চলেছেন একনাগাড়ে। শেষবার তাকে দেখা গেছে দেব-সৌমিতৃষা অভিনীত সুপারহিট মুভি ‘প্রধান’ এ। সঙ্গে ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ ৬০ বছরের বেশি সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ‘ধূলোকণা’ ধারাবাহিকে দিদার চরিত্রে অভিনয় করেছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী।