ট্রলের জ্বালায় অমিতাভ বচ্চনও

এখন সোশাল মিডিয়ায় কিছু লেখার আগে চিন্তা-ভাবনা করতে হয় অমিতাভকে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 05:18 PM
Updated : 11 August 2022, 05:18 PM

দশকের পর দশক ধরে বলিউড শাসন করা অমিতাভ বচ্চন হালের নেট দুনিয়াতেও সরব। কিন্তু ট্রল ও গালাগালির জ্বালায় বিব্রত এই অভিনেতাকে ইদানিং সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার আগে দুবার ভাবতে হচ্ছে।

হিন্দুস্থান টাইমস বলছে, জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) মঞ্চে এসব অভিজ্ঞতা তুলে ধরেন ইনস্টাগ্রাম, টুইটারে সক্রিয় থাকা ‘বিগ বি’।

‘ট্রলড’ হওয়ার বিষয়ে অমিতাভ বলেন, “মাঝেমধ্যেই আমি কোনো ছবি পোস্ট করি বা কিছু লিখি। এরপর আমাকে ট্রল করা হয়। নানা ধরনের আপত্তিকর মন্তব্য আসে এবং গালিগালাজও করে।”

সোশাল মিডিয়া ব্যবহার শুরুর সময় এর অনেক কিছই জানতেন না স্বীকার করে তিনি বলেন, “আমি জানতাম না পোস্ট করা ছবিতে লোকজন মন্তব্যও করতে পারে। কেউ লিখেন, “নিজেকে কি মনে করেন!” এবং আরও অনেক কথা, যা মুখে আনা সম্ভব নয়।

তাই এখন কিছু লেখার আগে চিন্তা-ভাবনা করতে হয় অমিতাভকে।

“কিছু লেখার আগে আনেক ভাবতে হয়। কিছু পোস্ট করার আগে অনেক কিছু চিন্তা করতে হয়।”

বিজ্ঞাপনী সংস্থার কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেন ‘বলিউড শাহেনশা’।

অমিতাভের কথায়, “আপনি যত বড় অভিনেতাই হন বা যত ভালো কাজই করেন না কেন, বিজ্ঞাপনের শুটিং শেষ হওয়ার পর ফ্লোরের সবাই নিশ্চুপ থাকবে, যতক্ষণ না পর্যন্ত ওই বিজ্ঞাপনী সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই শটটিকে ‘ওকে’ বলছেন, ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে কিছুই ঠিক নেই।”