ইশরাত নিশাত নাট্য পুরস্কার: মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

আগামী ১৯ জানুয়ারি ইশরাত নিশাত নাট্য পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2023, 12:47 PM
Updated : 10 Jan 2023, 12:47 PM

মঞ্চনাটকের বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের স্বীকৃতি দিতে প্রথমবারের মত দেওয়া হচ্ছে ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’, মঙ্গলবার এ পুরস্কারের জন্য মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে এক অনুষ্ঠানে আট ক্যাটাগরিতে মনোনয়নের এ সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেন পুরস্কার বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফসহ অন্য সদস্যরা।

জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন, স্টুডিও থিয়েটার মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন এবং মুক্তিযুদ্ধ জাদুঘর মঞ্চে গতবছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মঞ্চস্থ হওয়া নতুন নাটকগুলো থেকে এবার সেরাদের পুরস্কৃত করা হবে।

প্রতি বছর ইশরাত নিশাতের প্রয়াণ দিবস ২০ জানুয়ারি এ পুরস্কার দেওয়ার কথা থাকলেও এবার ১৯ জানুয়ারি এই পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।

সেজন্য ১৬ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, যার নাম ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটি’। এ কমিটি পুরস্কার দেওয়ার সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

পুরস্কার বাস্তবায়ন কমিটি জানিয়েছে, প্রতি বছর ২০ জানুয়ারি ইশরাত নিশাতের প্রয়াণ দিবসে নাট্য প্রযোজনার আট ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের উদ্দেশ্য হবে নিবেদিত মঞ্চাভিনেতাদের কাজের স্বীকৃতি দেওয়া ও অন্যদের থিয়েটারে উৎসাহিত করা। দেশের নাট্য আন্দোলনকে বেগবান করতে সহায়তা করা। নিবেদিত ও দক্ষ নাট্যকর্মী তৈরিতে অবদান রাখা এবং থিয়েটারে পেশাদারি মনোভাব তৈরিতে সহায়তা করা।

গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত ও গ্রুপ থিয়েটারের আদর্শে পরিচালিত দলের নাটক প্রতিবছর এ পুরস্কারের জন্য মনোনীত হবে। পুরস্কার বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ। অন্য সদস্যরা হলেন, ম. হামিদ, গোলাম কুদ্দুছ, লাকী ইনাম, জুরি বোর্ডের সদস্য ইউসুফ হাসান অর্ক।

প্রতি বছর শ্রেষ্ঠ অভিনেতা নারী, শ্রেষ্ঠ অভিনেতা পুরুষ, শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ মঞ্চসজ্জা, শ্রেষ্ঠ আবহ সংগীত, শ্রেষ্ঠ আলোক পরিকল্পক, শ্রেষ্ঠ নাটক ক্যাটাগরিতে একজন করে এই পুরস্কার পাবে।

পুরস্কারের আর্থিক মূল্য ২৫ হাজার টাকা; শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কার হবে ১ লাখ টাকা। পুরস্কারের জন্য নির্বাচিত প্রত্যেককে একটি ক্রেস্ট ও একটি সনদ দেওয়া হবে।

পুরস্কারের জন্য গঠিত জুরিবোর্ড সদস্যরা হলেন- অধ্যাপক আব্দুস সেলিম (প্রধান), দেবপ্রসাদ দেবনাথ, ওয়াহিদা মল্লিক জলি, ইউসুফ হাসান অর্ক, কামালউদ্দীন কবির, মোহাম্মদ আলী হায়দার ও আইরিন পারভীন লোপা।

বাংলাদেশের থিয়েটার অঙ্গনের 'বিদ্রোহী কণ্ঠ' হিসেবে পরিচিত ইশরাত নিশাত ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২০২০ সালের ২০ জানুয়ারি।

তিনি প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। ইশরাত 'দেশ নাটক' নাট্যদলের সাথে যুক্ত ছিলেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি কুড়িয়েছিলেন। তার মৃত্যুর তারিখে প্রতি বছর ইশরাত নিশাত নাট্য পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

আট ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তরা

শ্রেষ্ঠ নাট্যকার

বদরুজ্জামান আলমগীর, নাটক- পুণ্যাহ, নাট্যদল- নাট্যকেন্দ্র।

মাসুম রেজা, নাটক- পারাপার, নাট্যদল- দেশ নাটক।

আবদুস সেলিম, নাটক- রাইজ এন্ড সাইন, নাট্যদল- বটতলা।

শ্রেষ্ঠ আলোক পরিকল্পক

অম্লান বিশ্বাস, নাটক- পুণ্যাহ, নাট্যদল- নাট্যকেন্দ্র।

মোহাম্মদ আলী হায়দার, নাটক- রাইজ এন্ড সাইন, নাট্যদল- বটতলা।

অম্লান বিশ্বাস,  নাটক- রায়মঙ্গল, নাট্যদল- অনুস্বর।

শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ)

প্রশান্ত হালদার, নাটক- রায়মঙ্গল, নাট্যদল- অনুস্বর।

খালিদ হাসান রুমি, নাটক- মাংকি ট্রায়াল, নাট্যদল- বাতিঘর।

সুকর্ণ হাসান, নাটক- রাজদ্রোহী, নাট্যদল- এথিক।

শ্রেষ্ঠ অভিনেতা (নারী)

সঙ্গীতা চৌধুরী, নাটক- পুণ্যাহ, নাট্যদল- নাট্যকেন্দ্র।

মনামী ইসলাম কনক, নাটক- পুণ্যাহ, নাট্যদল- নাট্যকেন্দ্র।

কাজী রোকসানা রুমা, নাটক- রাইজ এন্ড সাইন, নাট্যদল- বটতলা।

শ্রেষ্ঠ সঙ্গীত পরিকল্পক

শিশির রহমান ও অন্যান্য, নাটক- মলুয়া, নাট্যদল- মেঠোপথ থিয়েটার।

সেলিম মাহবুব, নাটক- মাধব মালঞ্চি, নাট্যদল- থিয়েটার আর্টস ইউনিট।

ইউসুফ হাসান অর্ক, নাটক- পুণ্যাহ, নাট্যদল- নাট্যকেন্দ্র।

শ্রেষ্ঠ নির্দেশক

মুক্তনীল, নাটক- মাংকি ট্রায়াল, নাট্যদল- বাতিঘর।

ইউসুফ হাসান অর্ক, নাটক- পুণ্যাহ, নাট্যদল- নাট্যকেন্দ্র।

ফাহিম মালেক ইভান, নাটক- পারাপার, নাট্যদল- দেশ নাটক।

শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পনাকারী

ফজলে রাব্বি সুকর্ন, নাটক- সে এক স্বপ্নের রাত, নাট্যদল- দৃষ্টিপাত নাট্যদল।

ইউসুফ হাসান অর্ক, নাটক- পুণ্যাহ, নাট্যদল- নাট্যকেন্দ্র।

মুজিবুল হক, নাটক- মলুয়া, নাট্যদল- মেঠোপথ থিয়েটার।

শ্রেষ্ঠ প্রযোজনা

নাটক- মাংকি ট্রায়াল, নাট্যদল- বাতিঘর।

নাটক- পুণ্যাহ, নাট্যদল- নাট্যকেন্দ্র।

নাটক: পারাপার, নাট্যদল- দেশ নাটক।

আরও পড়ুন-

Also Read: চলে গেলেন অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত