জিনাত ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ও অভয় দেওল।
Published : 24 Jul 2023, 08:16 PM
ব্লাউজবিহীন, সাদা শাড়িতে ঝর্ণার জলে স্নান- গত শতকের সত্তরের দশকে সত্যম শিবম সুন্দরম সিনেমায় এমন দৃশ্যে আসা জিনাত আমানকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।
১৯৭৮ সালে সেই সিনেমা মুক্তির পর বলিউডে ‘সেক্স সিম্বল’ তকমাটি জিনাত আমানের গায়ে সেঁটে যায়। সিনেমাটির পরিচালক ছিলেন বলিউড কিংবদন্তি রাজ কাপুর, তাকে সমালোচনা শুনতে হয়েছিল, এমনকি দেব আনন্দের মতো অভিনেতার কাছ থেকেও।
তারপর চার দশকের বেশি সময় গড়িয়েছে, হালের নায়িকাদের মতো ইনস্টাগ্রামে এসেছেন ৭১ বছর পেরিয়ে আসা জিনাত আমান। এবার হিন্দি সিনেমায় প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ভারতীয় নির্মাতা ফারাজ আরিফ আনসারির ‘বান টিক্কি’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জিনাত। এছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ও অভয় দেওল।
সূত্র আরও বলেছে, অভিভাবকদের সঙ্গে সন্তানের সম্পর্কের প্রেক্ষাপটে নির্মিতি এ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করবেন অভয়।
“ফারাজ সিনেমার প্রস্তাব নিয়ে জিনাতের কাছে গেলে, তিনি রাজি হোন। জিনাত নিজের আদর্শ, মূল্যবোধ ও বিশ্বাসের সাথে মিলে যায় এমন একটি গল্পের সাথে সিনেমায় প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন। বান টিক্কির গল্পের সাথে অভিনেত্রীর আদর্শগত মিল আছে।”
সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘পানিপথ’-এ সাকিনা বেগমের চরিত্রে অভিনয় করেছিলেন জিনাত।
১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ সিনেমা দিয়ে অভিনয় জীবনের শুরু করে একে একে ‘ইয়াদো কি বারাত’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো সিনেমায় ঝড় তুলেছিলেন জিনাত।