মঙ্গলবার শুরু হওয়া এ অনুষ্ঠানমালা চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।
Published : 01 Aug 2023, 05:00 PM
শোকের মাস অগাস্টজুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এসব অনুষ্ঠান চলবে মাসের শেষ দিন ৩১ অগাস্ট পর্যন্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, ৫ অগাস্ট শেখ কামালের জন্মদিন, ৮ অগাস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন এবং ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস স্মরণে রয়েছে বিশেষ অনুষ্ঠান।
এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে- ‘শোকে নয় চেতনায় মুজিব’, ‘গানও কবিতার অনুষ্ঠান’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, ‘কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থগুলো থেকে পাঠ, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের উপর বিশ্লেষণধর্মী অনুষ্ঠান, শেখ মুজিবুর রহমানের সরকার ও তার শাসনামলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠান, ‘সাহিত্যে বঙ্গবন্ধু’, ‘মুজিব চেতনায় রবীন্দ্রনাথ’ ‘মুজিব চেতনায় নজরুল’, স্মৃতিতে বঙ্গবন্ধু’।
এছাড়াও প্রচারিত হবে ‘স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান’, সংগীতানুষ্ঠান, বিশেষ চলচ্চিত্র, নাটক, টক শো ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’, ১৫ অগাস্টের ঘটনা নিয়ে তথ্যচিত্র, মঞ্চনাটক ‘অভিশপ্ত অগাস্ট’।
২১ অগাস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ওপর বিশেষ অনুষ্ঠানও থাকছে বিটিভিতে।