প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিশেষ আয়োজন সাজিয়েছে। দিনব্যাপী আয়োজনে দেখানো হবে পিপলু খান নির্মিত ডকুড্রামা ‘হাসিনা : এ ডটার’স টেল’সহ বিভিন্ন অনুষ্ঠান।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। এই দিনটি তার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করে আওয়ামী লীগ।
মঙ্গলবার বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান। যেখানে ‘আলো হাতে তুমি হে জ্যোতির্ময়ী’ গানটি গাইবেন শিল্পী রফিকুল আলম এবং ‘বঙ্গবন্ধুকে ভালোবাসো বলে বাংলাকে ভালোবেসেছি’ শিরোনামের গান গাইবেন শিল্পী তিমির নন্দী। থাকছে ‘জননেত্রী তুমি ফিরে এলে যেদিন’ শিরোনামে একটি দলীয় পরিবেশনা।
দুপুর ২টার সংবাদের পর প্রচারিত হবে ডকুড্রামা ‘হাসিনা : এ ডটার’স টেল’।
রাত ৮ টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। তাতে অংশ নেবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে রাত ১০টা ২০ মিনিটে। আলোচক থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সুভাষ সিংহ রায়।
এছাড়াও অনুষ্ঠানের মাঝে-মাঝে প্রচারিত হবে শেখ হাসিনাকে নিয়ে বিশেষ ফিলার ও ইনফোগ্রাফিক্স।