সখীদের নিয়ে শিকারে বের হন শকুন্তলা, গহীন বনে একপর্যায়ে তার দেখা পেয়ে যান রাজা দুষ্মন্ত, দুজনেই প্রেমে পড়ে যান, এরপর গন্ধ্যর্ব রীতিতে ঘটে পরিণয়। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের রোমান্টিক কাহিনী উঠে এসেছে ‘শকুন্তলা’ সিনেমায়, যেখানে শকুন্তলা হয়েছেন সামান্থা রুভ প্রভু, আর দুষ্মন্ত হয়েছেন দেব মোহন। দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা সিনেমাটিতে শকুন্তলার শৈশবের রূপায়ন ঘটিয়েছেন। পৌরাণিক রোমান্টিক কাহিনী অবলম্বনে নির্মিত ‘শকুন্তলা’র নতুন ট্রেইলার মঙ্গলবার শেয়ার করেছেন সামান্থা, সাড়াও পেয়েছেন ব্যাপক। তিনি জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল ভক্তদের অপেক্ষার অবসান হচ্ছে; তামিল, হিন্দি, মালায়লাম ও কন্নড় ভাষায় একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনামাটি।
Published : 06 Apr 2023, 01:25 PM