মুক্তিযুদ্ধের সিনেমা 'অপারেশন জ্যাকপট' চলচ্চিত্রে 'ক্যাপ্টেন ওয়াহিদের' চরিত্রে দেখা যাবে জলিলকে।
Published : 10 Jan 2024, 12:27 PM
মুক্তিযুদ্ধের সিনেমা 'অপারেশন জ্যাকপট'-এ নতুন লুকে আসছেন অভিনেতা অনন্ত জলিল।
সেই লুক প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়। এ সিনেমায় 'ক্যাপ্টেন ওয়াহিদের' চরিত্রে দেখা যাবে তাকে।
কয়েকদিন আগে জলিল লুঙ্গি ও গামছা পরে এ সিনেমার শুটিং করার ছবি দিয়েছিলেন ফেইসবুকে। এবার তাকে আরেক নতুন লুকে শুটিং করতে দেখা গেল।
জলিলের ভাষ্য, "ওয়াহিদ চরিত্রটি দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে।"
‘ইতিহাসকে তুলে ধরার জন্য’ এ সিনেমা করছেন জানিয়ে জলিল বলেন, "বিনোদনের মাধ্যমে দর্শক দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। এ ধরনের সিনেমা করতে পেরে আমি গর্বিত।"
একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ দিকে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জ নৌবন্দরে একযোগে গেরিলা আক্রমণ চালানো হয়, যার কোড নাম ছিল 'অপারেশন জ্যাকপট'।
সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা।
সেই ঘটনা নিয়ে বিশাল বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।
অনন্ত জলিল ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, নিরব, ইমন, রেবেকা, অমিত হাসান, রোশান, আমান রেজা, সাঞ্জু জন, শিপন মিত্র, জয় চৌধুরী।
গত মাসের শেষ নাগাদ সিনেমার শুটিং শুরু হয়; প্রথম দফার কাজ চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় ধাপের শুটিং হবে ফেব্রুয়ারিতে।