চার দশক ধরে ‘মাইলস’ নামটির সঙ্গে যে নামটি জড়িয়ে আছে, সেই শাফিন আহমেদ তিন বছর ধরে ব্যান্ডটি ছেড়ে শুরু করেছেন গানের একক যাত্রা, গড়ে তুলেছেন নতুন দল ‘ভয়েস অব মাইলস’। গানের নতুন যাত্রায় একটি গান প্রকাশ করতে চলেছেন এই শিল্পী। ‘রুবারু’ নামের সেই গান আসবে আগামী ৫ এপ্রিল। আবু ইমরানের কথায়-সুরে শাফিনের গাওয়া হিন্দি গানটির টিজার এসেছে সোশাল মিডিয়ায়।
Published : 30 Mar 2024, 11:17 AM