সিনা মনে করেন পুরুষের শরীর হাসি-ঠাট্টার কোনো ব্যাপার না।
Published : 11 Mar 2024, 06:02 PM
প্রায় প্রতিবারই অস্কার মঞ্চে কোনো না কোনো চমকপ্রদ ঘটনা ঘটেই। এবারও ঘটেছে। ‘সেরা পোশাক পরিকল্পনার’ অস্কার ট্রফি নিতে ‘প্রায় জন্মদিনের পোশাকে’ হাজির হন জন সিনা।
যা দেখে বিস্ময়ে ‘হা’ হয়ে যান দর্শক সারির প্রত্যেকে।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের অস্কারের ৯৬তম আসরে ‘পুওর থিংস’ সিনেমায় ‘সেরা পোশাক পরিকল্পনার’ জন্য পুরস্কার পান হলি ওয়ডিংটন।
সিএনএন বলছে, অনুষ্ঠানের সঞ্চালক জিমি কিমেল সিনাকে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার জন্য জন সিনাকে ডেকে নেওয়ার পর বলেন, “জানিনা এবার কি ঘটতে চলেছে।”
এর কিছুক্ষণ পর মঞ্চের একপাশ থেকে উঁকি দিয়ে সিনা চিৎকার করে বলেন, “আমি আসছি। সত্যি বলছি নগ্ন হয়ে আসতে চাইনা। তাও আসতে হচ্ছে।”
এরপর কিমেল ১৯৭৪ সালে অস্কার মঞ্চে একই ধরনের ঘটনার স্মৃতিচারণ করে বলেন, “এত বছর পরেও কেউ নগ্ন হয়ে এসেছেন, এটা ভাবা যায়? ব্যাপারটা পাগলামির কোন পর্যায়ে?”
তখন সিনা ফের বলে ওঠেন তার কোনো ইচ্ছাই ছিল না এমনভাবে আসার।
“অস্কার অনুষ্ঠান একটা অভিজাত ব্যাপার। কিমেল তোমার এ ধরনের নির্লজ্জ উসকানির জন্য অনুতাপ হওয়া উচিত। পুরুষের শরীর হাসি-ঠাট্টার কোনো ব্যাপার না।”
এসব কথাবার্তা শেষে প্রায় নগ্ন অবস্থায় মঞ্চের মাঝে সিনা এসে দাঁড়ান।
সে সময় সিনাকে বড় খাম দিয়ে লজ্জা নিবারণ করতে দেখা গেছে। যে খামের ওপরে ‘সেরা পোশাক পরিকল্পনা’ বিভাগে মনোনীত ও অস্কার জয়ীর নাম লেখা ছিল।
সিনা বলেন, “পোশাক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সম্ভবত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”
এরপর কয়েকজনের সহায়তায় একটি পর্দায় শরীর মুড়িয়ে নেন সিনা। পরে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে মঞ্চ ছাড়েন তিনি।
অস্কার অনুষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, আসলে সিনার নিম্নাঙ্গ ঢাকাই ছিল, আর সামনের দিকে খামটিও কিছু একটা দিয়ে আটকানো ছিল।