”এটি একটি ভালোবাসার উদ্যোগ। এর মাধ্যমে ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক," বলেন ঢাকাই সিনেমার এ তারকা।
Published : 13 Jul 2024, 09:51 PM
চলচ্চিত্রের বাইরেও নতুন এক পরিচয় আছে ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খানের। প্রসাধনী ব্যবসায় নাম লিখিয়েছেন অনেক আগে। এবার সেই ব্যবসায়িক উদ্যোগের সহযোগীদের জন্য ’আপনজন’ নামে এক প্রকল্প নিয়েছেন তিনি।
নিজের প্রসাধনী কোম্পানি রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকতেই তার ভিন্ন এ উদ্যোগ।
শনিবার ঢাকার হোটেল ওয়েস্টিনে এ সময়ের পাঁচ অভিনেত্রী পরীমনি, বিদ্যা সিনহা মীম, পূজা চেরী, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে ‘আপনজনের’ লোগো উন্মোচন করেন শাকিব। এই পাঁচ অভিনেত্রী হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
অনুষ্ঠানে ঈদের হিট সিনেমা ‘তুফান’ এর নায়ক শাকিব খান বলেন, "দেশের প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি দোকানিদের আমরা নিজেদের আপনজন করে নিতে চাই। একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না। কারণ প্রান্তিক পর্যায়ে কোনো পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন পূরণের মাঝপথে থেমে যাওয়ার মত। তাই ‘আপনজন’ ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে।”
তিনি বলেন, এ ব্যবসায়িক উদ্যোগে যারা সদস্য হবেন তারাই লাভবান হবেন। এর আওতায় রিমার্কের পণ্য সরবরাহকারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
”এটি একটি ভালোবাসার উদ্যোগ। এর মাধ্যমে ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক।"
অনুষ্ঠানে রিমার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর ও অভিনেতা মামনুন হাসান ইমন বলেন, বিক্রেতাদের সর্বোচ্চ সুরক্ষা দেয়ার জন্যই এ উদ্যোগ। বকেয়া পরিশোধের আগে মৃত্যুবরণ করলে পণ্যের কোনো দায়ভার গ্রহণ করতে হবে না ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবারের সদস্যদের।
পরীমনি বলেন," আপনজন কখনই পর হয় না একটি আমি মনে-প্রাণে বিশ্বাস করি। আমার অনেক খারাপ সময়ে প্রতিষ্ঠানটি আমার পাশে ছিল। সেক্ষেত্রে বলা যায়, রিমার্ক যেভাবে ছোট ব্যবসায়ীদের হাত ধরে এগিয়ে নিতে সাহস যোগাতে এসেছে এটি অবিশ্বাস্য।"
অভিনেত্রী পূজা চেরী বলেন, "ছোট বেলায় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখতাম আমরা অনেকে। এটা হয়তো এবার পূরণ হতে যাচ্ছে। হয়তো আমিও আমার মিডিয়ার কাজের শেষে ব্যবসায়ী হব। তাই সব ব্যবসায়ীদের জন্য এটা ভালো একটি উদ্যোগ।”
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, " আমরা কাজ করি আপনজনকে ঘিরেই। সুখের পাশাপাশি দুঃখের সময়ে যারা পাশে থাকে তারাই আমার আপনজন। আমরা একসাথে সবার জন্য আরো ভালো কাজ করতে চাই। এজন্য আপনাদেরকে আমাদের পাশে চাই।"