দুজনেরই মন ভেঙেছে একাধিকবার। অবশেষে পরিণয়ে বাঁধা পড়লেন গায়ক-অভিনেত্রী জুটি।
Published : 16 Jul 2024, 11:34 AM
পশ্চিমবঙ্গের তরুণ গায়ক শোভন ও নায়িকা সোহিনী সরকারের প্রেমের খবর উড়েছিল গত বর্ষায়। বছর ঘুরে আসা আরেক বর্ষায় পরিণয়ে বাধা পড়লেন দুজন।
আনন্দবাজার লিখেছে, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে সোমবার আইনি বিয়ে সেরেছেন শোভন-সোহিনী।
বিয়ের সব রীতি সেখানে দেখা না গেলেও সইসাবুদ সেরে মালাবদল করে সোহিনীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন শোভন। এরপর সোহিনীর কপালে এঁকে দিয়েছেন চুম্বন।
বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কলকাতার এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, দেখা হওয়ার এক বছরে, একই সঙ্গে, একই ঘরে।
ছবির নিচে শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে কমেন্ট বক্স।
বিয়েতে বেনারসি শাড়ি ও ভারি গয়নায় সাবেকি সাজে ধরা দিয়েছেন সোহিনী। শোভন সেজেছেন ধুতি-পাঞ্জাবিতে।
মঙ্গলবার অভিনেত্রী-গায়ক জুটির বৌভাতের আয়োজন করা হয়েছে ঘরোয়াভাবে। তবে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন্য তারা শীতকালে সংবর্ধনা পার্টি দেবেন বলেই শোনা যাচ্ছে।
বিয়ের আগে দুজনেই প্রেমে জড়িয়েছেন একাধিকবার, দুজনেরই মন ভেঙেছে। তারপর সোহিনী শোভনের প্রেমের শুরুটা গত বছর যিশু সেনগুপ্তের উদ্যোগে নজরুল মঞ্চে বাইশে শ্রাবণের অনুষ্ঠানে। সেই সময় কাছাকাছি আসেন তারা।
শোভনের একজন প্রাক্তন, গায়িকা ইমন চক্রবর্তী বলেন, “ওই অনুষ্ঠানে আমার চোখের সামনেই ওদের প্রেমটা শুরু।’’
যদিও সে সময় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী। এবং শোভনের প্রেম ছিল ছোট পর্দার অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে। স্বস্তিকার সঙ্গে সম্পর্কের আগে এক সময় গায়িকা ইমনের সঙ্গে লম্বা সময় সম্পর্কে ছিলেন শোভন।
আর সোহিনী গত বছর পূজার আগে রণজয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেন। প্রেম ভাঙে স্বস্তিকা-শোভেনেরও।
তারপর থেকে সোহিনী এবং শোভনের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন। অবশেষে সোহিনীর জন্মদিন গত বছরের ১ অক্টোবর তাদের একান্ত যাপনের ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেন শোভন।
'অথৈ' মুক্তির পরই ছাদনাতলায় যাচ্ছেন সোহিনী
তবে দুজনেরই কেউই তাদের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
নতুন বছরের শুরুতে সুইডেনে বেড়াতে যান এই যুগল। আলাদাভাবে ঘুরে বেড়ানোর সেই ছবি তারা পোস্ট করেন। আর তাতে দুজনের প্রেমের খবর স্পষ্ট হয়ে ওঠে।