দুজনের মুখ দেখাদেখি বন্ধ বলে যেসব খবর প্রকাশ এসেছিল সোশাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে, সেটিও ভিত্তিহীন প্রমাণ করল এই ভিডিও।
Published : 04 Dec 2024, 10:09 PM
কিছুদিন আগে মেয়ে আরাধিয়া রাই বচ্চনের জন্মদিনে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন হিন্দি সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাতে দেখা পাওয়া যায়নি অভিষেক বচ্চনের। এবার মেয়ের জন্মদিনের নতুন ভিডিওতে একসঙ্গে ধরা পড়লেন বচ্চন পরিবারের পুত্র ও পুত্রবধূ।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, আরাধিয়ার জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থা একটি ভিডিও শেয়ার করেছে সোশাল মিডিয়ায়।
ওই ভিডিওতে অভিষেক বলছেন, “ধন্যবাদ। ১৩ বছর হয়ে গেল, ভাবা য! ১৩ বছর ধরে আপনারা আরাধিয়ার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছেন। আপনারা আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন। দিনটা আমাদের ও আরাধিয়ার জন্য বিশেষ করে তোলার জন্য আপনাদের ধন্যবাদ।”
এই ভিডিও বলছে ১৬ নভেম্বর মেয়ের জন্মদিন ঘিরে একসঙ্গে ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া।
দুজনের মুখ দেখাদেখি বন্ধ বলে যেসব খবর এসেছিল সোশাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে, সেটিও ভিত্তিহীন প্রমাণ করল এই ভিডিও।
ভিডিও দেখে কেউ বলেছেন, ‘ভালোইতো আছেন বচ্চন দম্পতি’।
কারো মন্তব্য, ‘বিচ্ছেদের খবর কী সত্যিই জল্পনা’।
কিছুদিন আগে দেখা গেছে, ঐশ্বরিয়া তার নামের সঙ্গে বচ্চন পদবি ব্যবহার করছেন না।
সম্প্রতি দুবাইয়ে গ্লোবাল উইমেনস ফোরামের অনুষ্ঠানে মঞ্চে ওঠার সময় অভিনেত্রীর পেছনে বড় পর্দায় যেখান নাম দেখানো হয়েছে, সেখানে লেখা ছিল ‘ঐশ্বরিয়া রাই ইন্টারন্যাশনাল স্টার’, নামের শেষে বচ্চন উপাধি দেখা যায়নি ওই পর্দায়।
বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নাম ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা। বিয়ের পর থেকে ঐশ্বরিয়া বচ্চন পদবি ব্যবহার করে আসছেন।
কিন্তু এই দম্পতির সংসার ভাঙার খবর আসছে গত বছরের শেষ দিক থেকে।
এর পর থেকে এই দম্পতি যে বিচ্ছেদের দুয়ারে পৌঁছে গেছেন, তা প্রমাণ করতে কিছুদিন পরপরই ভারতের সংবাদমাধ্যম নানা ধরনের ঘটনা ও তথ্য তুলে ধরছে।
এর মধ্যে খবর এসেছে নতুন একটি সিনেমায় জুটি বেঁধে আসছেন অভিষেক ও ঐশ্বরিয়া।
আরও পড়ুন
ঐশ্বরিয়ার নামের সঙ্গে 'বচ্চন' পদবি গায়েব