সালমান ও রাশমিকাকে নিয়ে ‘এ সিক্স’ সিনেমার কাজের প্রি প্রোডাকশনে সময় দিচ্ছেন অ্যাটলি।
Published : 03 Feb 2025, 10:15 AM
মুক্তির অপেক্ষায় থাকা ভারতের ‘সিকান্দার’ সিনেমার জুটি সালমান খান ও রাশমিকা মানদানার নতুন আরেকটি কাজের খবর এসেছে।
শাহরুখ খানের ‘জওয়ান পরিচালনা করে সাড়া ফেলা দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার এই জুটিকে নিয়ে বানাবেন এবার 'এ সিক্স' নামের একটি সিনেমা।
পিংকভিলা লিখেছে, ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ে সালমান ও রাশমিকার মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি শুটিংয়ে রাশমিকা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সালমান তার দেখভালও করেছিলেন, যা তাদের পারস্পরিক বোঝাপড়াকে আরও দৃঢ় করে।
ওই বন্ধুত্বই তাদের আরও একটি কাজে একত্রিত করেছে বলে লিখেছে ভারতের এই সংবাদমাধ্যমটি।
সালমান ও রাশমিকাকে নিয়ে ‘এ সিক্স’ সিনেমার কাজের প্রি প্রোডাকশনে সময় দিচ্ছেন অ্যাটলি।
বিশাল বাজেটের এই কাজটিতে দক্ষিণের মহাতারকা রজনীকান্ত বা কমল হাসানের মধ্যে একজন থাকতে পারেন বলেও খবর এসেছে।
অ্যাটলি পিংভিলাকে বলেন, "আমি সিনেমায় এমন সব চরিত্র এবং পাত্রপাত্রী রাখার চেষ্টা করছি, যাতে সবাই চমকে যাবেন। তবে আরও বড় চমক অপেক্ষা করছে, যা এখনো বলার সময় হয়নি। আমি গর্বের সঙ্গে বলতে পারি, দেশের অন্যতম একটি সিনেমা হতে যাচ্ছে এ সিক্স।"
চলতি বছরে সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে; আগামী বছর ‘এ সিক্স’ পর্দায় আসতে পারে বলে জানিয়েছেন অ্যাটলি।
সালমান-রাশমিকা জুটি নিয়ে সিকান্দার বানিয়েছেন দক্ষিণের নির্মাতা এ আর মুরুগাদোস, যিনি 'গজনী' বানিয়ে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন। 'সিকান্দার' মুক্তি পাবে চলতি বছরের রোজার ঈদে। এরিমধ্যে প্রকাশ হওয়া টিজারে সালমান তার কর্মকাণ্ডের ঝলক দেখিয়েছেন।
সালমানের মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘টাইগার ৩’। ওই সিনেমাটি নিয়ে ভক্তদের পাশাপাশি পরিচালক ও প্রযোজনা সংস্থা আশাবাদী থাকলেও, কাজটি তেমন ব্যবসাসফল হয়নি।
অন্যদিকে রাশমিকার ‘পুষ্পা: দ্য রুল’ গেল বছরের ডিসেম্বরে মুক্তির পর বক্স অফিস তোলপাড় করেছে। এখন সিনেমাটি এসেছে ওটিটিতে।
আরও পড়ুন: