সিরিজটি সিনেমায় রূপান্তরিত হলেও এর নাম ‘মির্জাপুর’ থাকবে বলে শোনা যাচ্ছে।
Published : 13 Sep 2024, 08:29 PM
সাড়া তোলা ভারতীয় সিরিজ ‘মির্জাপুর’র মূল চমক হলেন কালীন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী। এবার এই চরিত্রে দেখা যেতে পারে হিন্দি সিনেমার নায়ক হৃত্বিক রোশনকে। কারণ এই সিরিজ নিয়ে তৈরি হতে যাচ্ছে সিনেমা।
সংবাদ প্রতিদিন লিখেছে, ‘কালীন ভাইয়া’ চরিত্রের জন্য হৃতিকের সঙ্গে নির্মাতারা যোগাযোগ করেছেন। তবে হৃত্বিকের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
তবে সিরিজটি সিনেমায় রূপান্তরিত হলেও এর নাম ‘মির্জাপুর’ থাকবে বলে শোনা যাচ্ছে।
তবে এই খবরে সবাই যে খুশি হয়েছেন তা নয়। অনেকেরই বক্তব্য, ত্রিপাঠী না থাকলে সেই সিনেমা দেখার কোনো অর্থ হয়না।
সোশাল মিডিয়ায় একজন লিখেছেন, “এমন ঘটনা ঘটলে বহু খারাপ কথা শোনার জন্য নির্মাতাদের প্রস্তুত থাকতে হবে।”
“কালীন ভাইয়া হিসেবে পঙ্কজ ত্রিপাঠীজিকে ছাড়া অন্য কাউকে মেনে নেবে না দর্শক”, মন্তব্য এক দর্শকের।
এদিকে হৃতিকের কোনো সিনেমা বক্স অফিসে বহুদিন হল ভালো ব্যবসা করতে পারছে না। এই অভিনেতার সর্বশেষ সিনেমা ‘ফাইটার’ও তেমন রোজগার করতে পারেনি।
তবে হৃতিক ভক্তরা বলছেন, হয়তে মির্জাপুরে কালীন ভাইয়া চরিত্র ফের হৃতিকের কপাল ফেরাতে পারে।
কিছুদিন আগে অ্যামাজন প্রাইমের ‘মির্জাপুর’ সিরিজের তৃতীয় সিজন মুক্তি পেয়েছে। কয়েক বছর ধরেই ভারতের অন্যতম জনপ্রিয় সিরিজ এটি।
‘মির্জাপুর ৩’ থেকে পঙ্কজ ত্রিপাঠী ১০ কোটি রুপির বেশি পারিশ্রমিক পেয়েছেন। তবে ভারতীয় সংবাদমাধ্যম বলছে,দর্শকদের প্রত্যাশা তেমন পূরণ করতে পারেনি এবারের সিজনটি।