চাকচিক্যময় জীবনের আড়ালে পড়ে থাকে তারকাদের বিষাদের ঘটনাগুলো। লাইট-ক্যামেরা-অ্যাকশনের পেছনে পড়ে থাকা সেই ঘটনাগুলোর কিছু প্রকাশ পায়, কিছু অপ্রকাশিতই থাকে।
সেই ঘটনাগুলোর মধ্যে থাকে বেদনা, লড়াই ও হতাশার গল্প। বলিউডে এমন অনেক তারকা আছেন, যারা ক্যারিয়ারে সফল হয়েছেন ঠিকই, তবে তার মধ্যেই সীমাহীন হতাশায় জীবনবিমুখ হয়ে পড়েছিলেন। আত্মহত্যার কথা ভেবেছিলেন, তবে শেষ পর্যন্ত সেই পথে যাননি, তাদের কয়েকজনকে নিয়ে এই প্রতিবেদন।
আমরা মজ্জাগতভাবেই স্বাধীনচিন্তাপন্থী। আর এই শিক্ষাটা, মূখ্যত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি। অথচ, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গণমাধ্যমের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে গেল, এ বড় বিস্ময়কর ঘটনা স্বা ...