সিদ্ধার্থ একজন ‘যোদ্ধা’

আগামী বছরের ১৫ মার্চ হলে আসছে যোদ্ধা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 09:58 AM
Updated : 7 Nov 2023, 09:58 AM

দর্শকদের সিটবেল্ট বেঁধে নিতে বলেছেন বলিউডি নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। কারণ তার নতুন সিনেমা ‘যোদ্ধা’ আসতে চলেছে আগামী বছরের তৃতীয় মাসে।

সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সিদ্ধার্থ বলেছেন, তার অ্যাকশনের ঝড়ে কেউ যেন আবার উড়ে না যায়, তাই বেল্ট বেঁধে সাবাধানে বসতে হবে।

পোস্টারের ক্যাপশনে এই নায়ক লিখেছেন, “এক কমান্ড এবং অগণিত রহস্য।‘

আগামী বছরের ১৫ মার্চ ‘যোদ্ধা’ হলে আসছে বলে জানান সিদ্ধার্থ।

ছবির নিচে কমেন্ট বক্সের প্রথম মন্তব্যটি করেছেন সিদ্ধার্থর স্ত্রী অভিনেত্রী কিয়ারা আদভানি।

‘তোমাকে কি দারণ দেখাচ্ছে’ লিখে বিস্ময় এবং ভালোবাসার ইমোজি দিয়েছেন এই নায়িকা।

এর আগে ‘যোদ্ধা’ মুক্তির তারিখ এসেছে কয়েক দফায়। প্রথমে শোনা যায় গত বছরের ১১ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। সেটি পিছিয়ে নতুন তারিখ ঠিক করা হয়েছিল চলতি বছরের ১৩ সেপ্টেম্বর। সিদ্ধার্থ ফের জানালেন নতুন তারিখ।

দু দফা তারিখ পেছানোর ঘটনা নিয়ে কটাক্ষও করেছেন কেউ কেউ। তাদের মন্তব্য, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আগে থেকে শোনা যাচ্ছে ‘যোদ্ধা’ আসছে। বিয়ে-হানিমুন পেরিয়ে আরও কত মাস গেল, তাও সিনেমা আসেনি।

প্রাইম ভিডিও এবং নির্মাতা করণ জোহরের ধর্ম প্রোডাকশন হাউস যৌথভাবে প্রযোজনা করেছে ‘যোদ্ধা’। এই সিনেমায় সিদ্ধার্থর নায়িকা হয়েছেন দিশা পাটানি। পরিচালনা করেছে সাগর ও পুস্কর ওঝা।