এতে ‘অনৈতিক সুবিধা’ চেয়েছেন বলে জড়িয়েছে অভিনেতা আরশের নামও; আগামী ১৩ অগাস্ট সব পক্ষকে নিয়ে বসবে টেলিভিশন সংশ্লিষ্ট তিন সংগঠন।
Published : 09 Aug 2023, 02:14 AM
একটি টিভি নাটকের শুটিং সেটে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন নির্মাতা আদিব হাসান।
এ ঘটনার জের ধরেই এক সহশিল্পী ‘অনৈতিক সুবিধা’ চেয়েছেন বলে অভিনেত্রী চমকের অভিযোগের খবর সংবাদমাধ্যমে আসার পর এ নিয়ে নাট্যাঙ্গনে সরব আলোচনা চলছে।
চার দিন আগে শুক্রবার শুটিং সেটের ওই ঘটনার পর পাল্টপাল্টি এসব অভিযোগ সামনে এলে বিষয়টি সমাধানের জন্য যৌথ উদ্যোগ নিয়েছে টেলিভিশন নাটক সংশ্লিষ্ট তিনটি সংগঠন।
আগামী ১৩ অগাস্ট বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে নিয়ে বসবে টেলিভিশন সংশ্লিষ্ট সংগঠনগুলো। সেখানে একটা সমাধানের আশা করছেন নির্মাতা আদিব বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্লিটজকে তিনি বলেন, “শুটিং না হওয়ার কারণে তো আমি প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছি। বিষয়টি আমাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডকে জানিয়েছি। এর চেয়ে বেশি কিছু এখন বলতে পারব না। ১৩ তারিখে আশা করি একটি সুষ্ঠ সমাধান হবে।”
গত শুক্রবার ঢাকার উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে আদিব হাসানের পরিচালনায় ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিংয়ের ওই ঘটনার জন্য আর্থিক ক্ষতিপূরণ চেয়ে টেলিভিশন নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে চমকের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন নির্মাতা।
এই নির্মাতার ভাষ্য, চমকের অপেশাদার আচরণের কারণে তিন লাখ ৬০ হাজার টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে আরেক শিল্পী আরশ খান অভিযোগ করেছেন, শুটিং সেটে সিনিয়র শিল্পীর সঙ্গে ‘বেয়াদবি ও মিথ্যাচার’ করেছেন চমক। এর প্রতিবাদ করায় তাকে জড়িয়ে সংবাদমাধ্যমে ‘মিথ্যা-বানোয়াট’ কথাও বলে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
আর শিল্পী আরশ এর বিরুদ্ধে ‘অনৈতিক সুবিধা’ চাওয়ার অভিযোগ করে কয়েকটি সংবাদমাধ্যমে বক্তব্য দিয়েছেন অভিনেত্রী চমক। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আরশ।
সাংগঠনিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা শুরু হওয়ায় তিন সংগঠনের নেতারা এ বিষয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করছেন না।
ঘটনার সূত্রপাত যেভাবে
উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল। অভিযোগ ওঠে, সেদিন প্রোডাকশন ম্যানেজার মামুনের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী চমক। বিষয়টির প্রতিবাদ করেন নির্মাতা আদিব। পরে চমক শুটিং না করে চলে যেতে চাইলে নির্মাতা তার কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন। এতে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এসময় সিনিয়র শিল্পী ফখরুল বাশার মাসুম বিষয়টি সমাধানের চেষ্টা করলে তার সাথেও খারাপ আচরণ করেন চমক বলে অন্যদের অভিযোগ।
এরমধ্যে ফোন করে চমক শুটিং সেটে পুলিশ নিয়ে আসেন। পরে অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকিও ঘটনাস্থলে যান। সেখানে তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে চমককে শুটিং সেট থেকে নিয়ে আসেন চুমকি।
এ বিষয়ে চমক গ্লিটজকে বলেন, “এখন আর কোনো কথা বলতে চাই না। আমাদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ থেকে আমাকে কথা বলতে মানা করা হয়েছে। তারা বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে। আর আমি শারীরিকভাবেও আমি একটু অসুস্থ।”
অভিনেত্রী চুমকির কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি গ্লিটজকে বলেন, “সেখানে কী ঘটেছিল তা এখন আমরা সাংগঠনিকভাবে দেখছি। ফলে এ বিষয়ে মন্তব্য করাটা ঠিক হবে না।
“আর ঘটনার প্রায় তিন ঘণ্টা পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ফলে সেই ঘটনার সঠিক বিবরণও আমি বলতে পারব না। এখন অভিনয় শিল্পীদের সংগঠন, পরিচালকদের সংগঠন, প্রযোজকদের সংগঠনে অভিযোগ জমা পড়েছে। তিন সংগঠন একসাথে বসে বিষয়টির সমাধান করা হবে।”
আরশ খান ‘অনৈতিক সুবিধা’ চেয়েছিল: অভিযোগ চমকের
এদিকে ঘটনার পর একাধিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী চমক। যেখানে আরশ খানকে তার বন্ধু দাবি করে তার বিরুদ্ধে ‘অনৈতিক সুবিধা’ চাওয়ার অভিযোগ এনেছেন।
চমক বলেছেন, “আরশ তার বন্ধু, কিন্তু বন্ধুত্বের চেয়েও বেশি কিছু সে চেয়েছিল।“
এ বিষয়ে জানতে চাইলে অভিনেতা আরশ গ্লিটজকে বলেন, “চমক আমার অনেক দিনের বন্ধু। নাটকের শুটিং শেষ করে আমরা অনেক দিনই একসঙ্গে বাড়ি ফিরেছি। যদি আমাকে খারাপই মনে হতো, তাহলে তো আমার সাথে সে কাজ করার কথা না। গেল ঈদেও তো আমরা নাটকে অভিনয় করেছি। যেখানে আমার মায়ের শাড়ি সে কস্টিউম হিসেবে নাটকে পরেছে। এখন সে বানোয়াট মিথ্যা গল্প বলছে।”
কেন আপনার বিরুদ্ধে মিথ্যা বলছে? এমন প্রশ্নে আরশ বলেন, “শুটিং সেটের ঘটনায় যখন পুলিশ এসেছে, তখন পুলিশের কাছে চমক বলেছে- ফখরুল বাশার আঙ্কেল নাকি চমককে মারতে চেয়েছে। আমি তখন পুলিশকে বলেছি, ও মিথ্যা বলছে। বাশার আঙ্কেল আমাদের সবার সিনিয়র শিল্পী। সে যখন তার সাথেও বেয়াদবি করেছে, আমি প্রতিবাদ করেছি।
“এ কারণে চমক আমার উপর ক্ষিপ্ত হয়েছে। সে ভেবেছিল আমি ওর বন্ধু, ওর পক্ষ নেব। কিন্তু আমার চোখের সামনে একজন সিনিয়র শিল্পীকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আমি তার প্রতিবাদ করেছি। এজন্যই সে আমার বিরুদ্ধে এখন বানোয়াট গল্প বলছে। আমাকে যদি ওর খারাপই মনে হবে, তাহলে তো আমার সাথে শুটিং করার কথা না।”
তিনি বলেন, “সেদিন শুটিং সেটে উপস্থিত ছিলেন সিনিয়র অভিনয়শিল্পী ফখরুল বাশার মাসুমসহ আরও অন্তত ৩০ জন। সবাই তো দেখেছে সেদিন কী ঘটেছিল? বিষয়টি এখন আমাদের সিনিয়ররা জেনেছেন, তারা সমাধান করবেন।”