'বিগহিট মিউজিক' বলছে, মানুষের মনের ভালো-মন্দের পরস্পরবিরোধী অনুভূতি নিয়ে পপ ধারার এই গানগুলো গেয়েছেন আরএম।
Published : 25 May 2024, 11:47 AM
পুরো নাম কিম নামজুন, সবাই চেনে আরএম নামে। তিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের দলনেতা। বিটিএস ক্যাপ্টেনের 'রাইট প্লেস রং পারসন' নামের একটি একক অ্যালবাম এসেছে। সেই অ্যালবামের 'লস্ট' নামের একটি টাইটেল ট্র্যাক সোশাল মিডিয়ায় এসেছে শুক্রবার। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান 'বিগহিট মিউজিক' বলছে, মানুষের মনের ভালো-মন্দের পরস্পরবিরোধী অনুভূতি নিয়ে এই পপ ধারার গানগুলো গেয়েছেন আরএম। ভিডিওতেও গানের অর্থের প্রকাশ ঘটিয়েছেন আরএম। সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ায় ‘বিটিএস’ থেকে সাময়িক বিরতিতে আছেন বিটিএস সদস্যরা। তবে এই সময়ের মধ্যে কয়েকজনের একক অ্যালবামও বের হয়েছে। প্রশিক্ষণ শেষে আগামী বছরের সেপ্টেম্বরে পুরো টিমকে কোনো গান নিয়ে একসঙ্গে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।