বিশেষত পারিশ্রমিক নিয়ে স্বামীর সঙ্গে সমঝোতায় আসা যায় না।
Published : 17 Dec 2024, 10:40 AM
পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ‘ফারাক রাখালে’ দুই জীবনই স্বাভাবিক ছন্দে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ভারতীয় হিন্দি সিনেমার অভিনেত্রী বিদ্যা বালান। এই চিন্তাভাবনা ধারণ করা অভিনেত্রী তার প্রযোজক স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গেও কাজ করতে রাজি নন।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে এক সাক্ষাৎকারে বিদ্যা এ কথা বলেছেন।
২০১২ সালে সিদ্ধার্থকে বিয়ে করেছেন বিদ্যা। প্রযোজক স্বামীর সঙ্গে কাজের সুবিধা-অসুবিধা নিয়ে বিদ্যার ভাষ্য, অন্য প্রযোজক বা পরিচালকের সঙ্গে পেশাদারদের মত কাজ নিয়ে তিনি কথা বলতে পারেন।
“কিন্তু সিদ্ধার্থের সঙ্গে সেই সহজ কথপোকথন হবে না। বিশেষত পারিশ্রমিক নিয়ে স্বামীর সঙ্গে সমঝোতায় আসা যায় না।”
বিদ্যা জানিয়েছেন, সিদ্ধার্থের সঙ্গে তার প্রায়ই কাজ নিয়ে তর্ক-বিতর্ক হয়।
“পেশার কারণে নিজেদের মধ্যে বাড়তি দ্বন্দ্ব তৈরি করতে চাই না আমার কেউ। এমনও হয়েছে, বাড়িতে অশান্তি এড়াতে কিছু চিত্রনাট্য ছেড়েও দিতে হয়েছে আমাকে বা তাকে। যেমন ‘ঘনচক্কর’ সিনেমায় সিদ্ধার্থের সঙ্গে কাজ করতে হয়েছিল, যে অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। সেই সময় কাজ ছেড়ে দিতে চেয়েছিলাম আমি।”
পরে নির্মাতাদের পক্ষ থেকে অভিনেত্রীকে আশ্বস্ত করা হয় যে, বিদ্যার কাজের সময় সিদ্ধার্থ থাকবেন না শুটিং সেটে।
ব্যক্তিগত সম্পর্ক তার কাছে মূল্যবান জানিয়ে বিদ্যা বলেছেন, এসব কারণে সচেতন ভাবে স্বামীর সঙ্গে কাজ করা এড়িয়ে যান।