“সকালে কন্যা সন্তানের বাবা হয়েছি। এ আনন্দ বলে বোঝানো যাবে না।”
Published : 25 May 2023, 01:10 PM
বছর তিনেক আগে বিয়ে হলেও মাত্র তিন সপ্তাহ আগে সেই খবর প্রকাশ্যে আনেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক জিয়াউল রোশান; আর এবার খবর দিলেন, বাবা হওয়ার।
বুধবার রাত ১১টায় ফেইসবুকে ফুটফুটে কন্যা সন্তানের ছবি শেয়ার করেছেন এই অভিনেতা।
গ্লিটজকে তিনি বলেন, “মঙ্গলবারও রাত ৩টা পর্যন্ত সিনেমার গানের শুটিং করেছি। পরে বাসায় ফিরে দেখি আমার স্ত্রী কিছুটা অসুস্থ অনুভব করছেন। বুধবার ভোরে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করি। সকালে কন্যা সন্তানের বাবা হয়েছি। এ আনন্দ বলে বোঝানো যাবে না।”
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বুধবার সকাল ১১টায় কন্যা সন্তানের জন্ম দেন রোশানের স্ত্রী তাহসিনা এশা।
ছয় বছর প্রেমের পর গোপনে তিন বছর আগে বিয়ে করেন তারা। প্রেমের সম্পর্কের বিষয়টি সংবাদমাধ্যমে এলেও বিয়ের বিষয়টি রেখেছিলেন গোপনে।
গত ৬ মে বিয়ের খবর প্রকাশ্যে আনেন রোশান। পরে জানা যায়, ২০২০ সালের ১১ জুন উত্তরায় এক বন্ধুর বাসায় বিয়ে করেছিলেন তারা। বিয়ের খবর প্রকাশ্যে আনার পরদিন ৭ মে পারিবারিকভাবে বিবাহত্তোর সংবর্ধনা হয়। এরপর দিনই হানিমুনে যান কক্সবাজারে।
রোশান বলেন, “অনেকেই আমাদের বিয়ের বিষয়টি জানত। আসলে পাবলিকলি জানাইনি, কারণ, আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।”
২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিষেক হয় রোশানের। সেখানে তার নায়িকা ছিলেন পরীমনি। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’ ও কলকাতার ‘ককপিট’, ‘অপারেশন সুন্দরবন’ এবং ‘মুখোশ’ মুক্তি পেয়েছে।
সবশেষ গত রোজার ঈদে মুক্তি পেয়েছে রোশানের ‘জ্বীন’ ও ‘পাপ’ নামের দুটি সিনেমা।