'মৃত্যু উপত্যকা’য় নবারুণ ভট্টাচার্য
চিন্তামন তুষার,
Published: 31 Jul 2014 11:14 PM BdST Updated: 01 Aug 2014 03:28 PM BdST
-
ছবিসূত্র: তথাগত ভট্টাচার্য
-
-
-
-
কণ্ঠহীনেরা কণ্ঠ পায় তাঁর লেখায়। পাগল, বেকার, ছিন্নমূল, বিত্তহীন, ভ্যাগাবন্ড - সমাজকাঠামোর এই প্রান্তিকজনদের নিয়েই তাঁর কারবার। ক্ষমতাযন্ত্রের বিরুদ্ধে তাঁর কলম বরাবরই সরব। ক্যান্সার থামিয়ে দিল সেই নবারুণ ভট্টাচার্যকে।
বিধ্বংসী কোনো বিপ্লবের ডাক নিয়ে আর হাজির হবে না ফ্যাতাড়ুরা, আর উচ্চারিত হবে না তাদের ‘ফ্যাৎ ফ্যাৎ সাই সাই’ মন্ত্র।
৬৬ বছর বয়সে কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে মারা গেছেন নবারুণ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অন্ত্রের ক্যান্সারে।
প্রথাবদ্ধ চিন্তার দেয়াল ভাঙতে চাওয়া এই লেখক নাট্যকার বিজন ভট্টাচার্য এবং সাহিত্যিক মহাশ্বেতা দেবীর একমাত্র সন্তান।
পশ্চিমবঙ্গের বহরমপুরে ১৯৪৮ সালের ২৩শে জুন তাঁর জন্ম।
নবারুণ ভট্টাচার্যের ‘হারবার্ট’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৯৩ সালে। উপন্যাসটির জন্য পান সাহিত্য আকাদেমি সম্মাননা উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায় সিনেমা নির্মাণ করেন ২০০৫ সালে। সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার পায়।
তাঁর তিনটি গল্প ‘এক টুকরো নায়নলের দড়ি’, ‘আমার কোনো ভয় নেই তো’, ‘আংশিক চন্দ্রগ্রহণ’ অবলম্বনে নির্মিত হয় ‘মহানগর অ্যাট দ্য রেইট অফ কলকাতা’ নামের সিনেমা। এ সিনেমাটিও নির্মাণ করেন সুমন মুখোপাধ্যায়। ২০১০ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেন অঞ্জন দত্ত, ঋতুপর্ণ সেনগুপ্ত ও শ্রীলেখা মিত্র।


‘কাঙাল মালসাট’ নিয়েও সিনেমা নির্মাণ করেন সুমন। সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালে কবীর সুমন, কমলিকা চট্টোপাধ্যায়, দিবেন্দ্যু ভটাচার্য, জয়রাজ ভট্টাচার্য, কৌশীকী গাঙ্গুলী, দীলিপ সরকার অভিনীত সিনেমাটি মুক্তির আগেই ব্যপক আলোচনার জন্ম দেয় ইতিহাস বিকৃতি, আগ্রাসী ভাষা ও যৌনতার ব্যবহার এবং সামাজিক বিপ্লবের ভুল উপস্থাপনকে কারণ দেখিয়ে সিনেমাটি আটকে দিয়েছিল সেন্সর বোর্ড অবশেষে ছাড়পত্র পায় সিনেমাটি।
তাঁর লেখা একটি কবিতা-- ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’।
-
অথচ মাধুরী চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট হতে
-
অ্যান্ড্রু সাইমন্ডস: ছিলেন এক বলিউড সিনেমাতেও
-
যুদ্ধের মধ্যে ইউরোভিশন জয় ইউক্রেইনের
-
আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত নুহাশের ‘মশারি’
-
মোশাররফ করিম ও মিমের নাটক ‘মনের মানুষ’
-
পরীমনির সমুদ্রস্নান
-
সালমান খানের আরেক ভাইর সংসারও ভাঙল
-
প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় ক্যাটরিনা
সর্বাধিক পঠিত
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা