শিল্পী সমিতির অবস্থান নিয়ে ‘চিন্তা করছেন না’ ওমর সানী

মৌসুমীকে জড়িয়ে ওমর সানী ও জায়েদ খানের বিতণ্ডার ঘটনাকে পারিবারিক বিষয় হিসেবে দেখে শিল্পী সমিতি তাতে নাক না গলানোর কথা জানিয়েছে; শিল্পী সমিতির অবস্থান নিয়ে ওমর সানী বলছেন, এ বিষয়ে তিনি এখন কোনো চিন্তা করছেন না।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2022, 01:27 PM
Updated : 14 June 2022, 01:27 PM

মঙ্গলবার বিকালে শিল্পী সমিতির অবস্থান প্রকাশ্যে আসার পর সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় ওমর সানী বলেছেন, “পরে এসব নিয়ে চিন্তা করব। নো কমেন্টস। এসব নিয়ে নিয়ে আমি এখন কোনো কথা বলব না।”

রোববার শিল্পী সমিতি দেওয়া লিখিত অভিযোগে চিত্রনায়ক ওমর সানী দাবি করেন, চার মাস ধরে তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে ‘বিরক্ত করছেন’ চিত্রনায়ক জায়েদ খান; জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগও তোলেন সানী।

জায়েদ খানের সদস্যপদ বাতিল করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিল্পী সমিতিকে অনুরোধ করেন সানী।

চিঠিটি শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের হাতে পৌঁছানোর আগেই এক অডিও বার্তায় মৌসুমী বলেন, জায়েদ খান তাকে অসম্মান করেনি।

এই পরিস্থিতিতে ওমর সানীর অভিযোগের বিষয়ে শিল্পী সমিতির অবস্থান জানতে চাইলে সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু আমাদের সভাপতি বরাবর একটা চিঠি এসেছে এবং পরবর্তীতে মৌসুমী আপু একটা বিবৃতি দিয়েছেন। পারিবারিক ইস্যুতে তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যাবে না।”

অভিযোগটি সভাপতির কাছে পৌঁছলেও তা নিয়ে সমিতির এখনও কোনো বৈঠক হয়নি বলে জানান তিনি।

সাইমন বলেন, “যদি এভাবে সুরাহা না হয়, এটা কাঞ্চন সাহেব ভালো বলতে পারবেন।”

বিষয়টি নিয়ে ইলিয়াস কাঞ্চনের কোনো মন্তব্য জানা যায়নি।

শুক্রবার অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানের সঙ্গে ওমর সানীর বিতণ্ডা হয়।

শিল্পী সমিতিতে দেওয়া অভিযোগে সানী বলেন, জায়েদ খান তাকে পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকিও দেন। তিনি চড় মারেন জায়েদকে।

তবে জায়েদ খান দাবি করেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। এমনকি তিনি সেদিন পিস্তল সঙ্গে নিয়েও যাননি।

ডিপজলও বলছেন, সেই বিয়ের আয়োজনে জায়েদ খানের পিস্তল নিয়ে প্রবেশের কোনো সুযোগ ছিল না; চড় মারার কোনো ঘটনাও ঘটেনি।