কান উৎসবের বিচারকমণ্ডলীতে দিপীকা পাড়ুকোন
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2022 12:31 PM BdST Updated: 27 Apr 2022 12:31 PM BdST
-
-
কান চলচ্চিত্র উৎসবে এবারের প্রতিযোগিতা বিভাগের বিচারকমণ্ডলী। ছবি: টুইটার
বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান-এর এবারের প্রতিযোগিতায় বিচারকদের নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ।
বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্বে থাকছেন ‘টাইটান’ ও ‘ফায়ার’ সিনেমার তারকা ফরাসি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন।
মঙ্গলবার সন্ধ্যায় কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে বিচারকদের নামের তালিকা প্রকাশ করা হয়। এক দশক পর কোনো ফরাসি কানের বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পেলেন।

কান চলচ্চিত্র উৎসবে এবারের প্রতিযোগিতা বিভাগের বিচারকমণ্ডলী। ছবি: টুইটার
নয় সদস্যের বিচারকমণ্ডলীতে চারজন নারী এবং সভাপতিসহ পাঁচজন পুরুষ সদস্য রয়েছেন। এবারের আসরের প্রতিযোগিতা বিভাগের ২১ চলচ্চিত্র থেকে সেরা সিনেমাকে স্বর্ণপামের জন্য বেছে নেবেন তারা।
C’est l'acteur français Vincent Lindon qui présidera le Jury du 75e Festival de Cannes ! Entouré de ses huit jurés, il remettra la Palme d’or à l’un des 21 films de la Compétition le samedi 28 mai, lors de la Cérémonie de clôture. #Cannes2022
— Festival de Cannes (@Festival_Cannes) April 26, 2022
► https://t.co/f1KHJGhheX pic.twitter.com/gsG9WjGA0O
বিচারকমণ্ডলীতে যারা আছেন
বিচারকমণ্ডলীর সভাপতি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন (ফ্রান্স)
অভিনয় শিল্পী, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার - রেবেকা হল (যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র),
অভিনয় শিল্পী দিপীকা পাড়ুকোন (ভারত)
অভিনয় শিল্পী নাওমি রাপাস (সুইডেন)
পরিচালক প্রযোজক, চিত্রনাট্যকার জাসমিন ত্রিনকা (ইতালি)
পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার আসগর ফরহাদি (ইরান)
অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার লাজ লি (ফ্রান্স)
পরিচালক, চিত্রনাট্যকার জেফ নিকোলাস (যুক্তরাষ্ট্র)
পরিচালক, চিত্রনাট্যকার যোয়াকিম ত্রির (নরওয়ে)
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, জাসমিন ত্রিনকার সিনেমা ‘মারসেল!’ স্পেশাল স্ক্রিনিং বা বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে এবার।
আগামী ২৮ মে বিচারকমণ্ডলীর নির্বাচিত সেরা সিনেমার জন্য নির্মাতার হাতে তুলে দেওয়া হবে স্বর্ণপাম।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে