পুনর্ভোটের দাবি নিপুণের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত অভিনেত্রী নিপুণ আক্তার ওই পদে পুনরায় ভোট গ্রহণের দাবি তুলেছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2022, 11:45 AM
Updated : 30 Jan 2022, 01:32 PM

ফল ঘোষণার পরদিন রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।

শুক্রবার অনুষ্ঠিত এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল সভাপতি পদে জয়ী হলেও সাধারণ সম্পাদক পদে হারে।

শনিবার ফল ঘোষণার পর নিপুণ আপিল করেছিলেন, কিন্তু ভোট পুনর্গণনায়ও ফল না বদলানোর পর তিনি সংবাদ সম্মেলনে এলেন।

নিপুণ বলেন, “শুধু সাধারণ সম্পাদকে পদটা স্থগিত করে পুনরায় ভোট করতে চাই। জায়েদ খানের সঙ্গে আবারও ভোট করতে চাই।”

ঘোষিত ফলে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন নিপুণ; জায়েদ খান পান ১৭৬ ভোট; নিপুণ পান ১৬৩ ভোট।

প্রয়োজনে আদালতেও যাওয়ার কথা ভাবছেন বলে জানান এই অভিনেত্রী।

শিল্পী সমিতির গঠনতন্ত্রে একটি পদের জন্য পুনরায় ভোট সম্ভব কি না-এ প্রশ্নের জবাবে নিপুণ বলেন, গঠনতন্ত্র দেখে তিনি বিষয়টি জানাবেন।

সংবাদ সম্মেলনে তার পাশে থাকা নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, “প্রতিটা সংগঠনের কনভেনশন থাকে। আলাদাভাবে মনে হয় ইলেকশন করা যায়।”

এই সংক্রান্ত খবর