আপিল করেও লাভ হল না নিপুণের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক প‌দে পরা‌জিত প্রার্থী নিপুণ আক্তারের ফলাফল আপিল ক‌রেও অপ‌রিব‌র্তিত আ‌ছে।

গ্লিটজ প্রতি‌বেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2022, 10:37 AM
Updated : 29 Jan 2022, 03:03 PM

শুক্রবার দিনভর হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন নিপুণ; জায়েদ খান পান ১৭৬ ভোট; নিপুণ পান ১৬৩ ভোট।

ফলাফ‌লে অস‌ন্তোষ জা‌নি‌য়ে শনিবার দুপুরে আপিল বোর্ডে লিখিতভাবে আবেদন জমা দিয়েছি‌লেন নিপুণ।

শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান নির্মাতা সোহানুর রহমান সোহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিপুণের আ‌বেদনে ভোট গণনার পর আ‌গের ফলাফলই এ‌সে‌ছে; ফলাফ‌লের সা‌র্টিফা‌য়েড ক‌পি নিপুণ‌কে দেওয়া হ‌য়ে‌ছে।”

নির্বাচ‌নে মোট ২৬টি ভোট বা‌তিল হ‌য়ে‌ছিল, সেগু‌লো যাচাই ক‌রে বা‌তিল ব‌লেই গণ্য হ‌য়ে‌ছে বলে জানান সোহান।

আপিল বোর্ডে সদস্য হিসেবে আছেন নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী ও প্রযোজক মোহাম্মদ হোসেন।

নির্বাচন চলাকালে জায়েদ খানের বিরুদ্ধে ‘ভোটারদের টাকা দেওয়ার’ অভিযোগ তুলেছিলেন নিপুণ; যা জায়েদ খান অস্বীকার করেন। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে লিখিত কোনো অভিযোগ তারা পাননি।

ভোটে নিপুণের প্যানেল থেকে ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক হিসেব নির্বাচিত হয়েছেন জায়েদ খান।