আপিল করেও লাভ হল না নিপুণের
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022 04:37 PM BdST Updated: 29 Jan 2022 09:03 PM BdST
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তারের ফলাফল আপিল করেও অপরিবর্তিত আছে।
শুক্রবার দিনভর হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন নিপুণ; জায়েদ খান পান ১৭৬ ভোট; নিপুণ পান ১৬৩ ভোট।
ফলাফলে অসন্তোষ জানিয়ে শনিবার দুপুরে আপিল বোর্ডে লিখিতভাবে আবেদন জমা দিয়েছিলেন নিপুণ।
শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান নির্মাতা সোহানুর রহমান সোহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিপুণের আবেদনে ভোট গণনার পর আগের ফলাফলই এসেছে; ফলাফলের সার্টিফায়েড কপি নিপুণকে দেওয়া হয়েছে।”
নির্বাচনে মোট ২৬টি ভোট বাতিল হয়েছিল, সেগুলো যাচাই করে বাতিল বলেই গণ্য হয়েছে বলে জানান সোহান।
আপিল বোর্ডে সদস্য হিসেবে আছেন নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী ও প্রযোজক মোহাম্মদ হোসেন।
নির্বাচন চলাকালে জায়েদ খানের বিরুদ্ধে ‘ভোটারদের টাকা দেওয়ার’ অভিযোগ তুলেছিলেন নিপুণ; যা জায়েদ খান অস্বীকার করেন। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে লিখিত কোনো অভিযোগ তারা পাননি।
ভোটে নিপুণের প্যানেল থেকে ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক হিসেব নির্বাচিত হয়েছেন জায়েদ খান।
-
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে শিরোনামহীনের কনসার্ট পেছাল
-
‘মুজিব’ সিনেমার সংলাপ লেখা হল কীভাবে, জানালেন সাধনা
-
‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
-
এটা অফিশিয়াল ট্রেইলারই: হাছান মাহমুদ
-
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিগিরি’ অবলম্বনে নাটক
-
ঢাকায় আসছে টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’
-
কৌতুক অভিনেতা আহসান আলীর মৃত্যু
-
সারা জীবনেই তো বেশি কাপড় পরিনি: প্রতিক্রিয়া ম্যাডোনার
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত