শিল্পী সমিতি: সভাপতি ইলিয়াস কাঞ্চন, জায়েদ খানের হ্যাটট্রিক
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022 09:35 AM BdST Updated: 29 Jan 2022 10:58 AM BdST
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন; সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয় বারের মতো জয়ী হলেন জায়েদ খান।
শুক্রবার দিনভর ভোট গ্রহণ শেষে শনিবার ভোরে এফডিসিতে ফলাফল ঘোষণা করেন শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন।
‘নোট দিয়ে ভোট কেনার’ অভিযোগ, জায়েদ খানের অস্বীকার
গত দুই মেয়াদে শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে থাকা মিশা সওদাগরকে হারিয়ে নতুন সভাপতি হলেন ইলিয়াস কাঞ্চন; ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট; মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন ইলিয়াস কাঞ্চনের প্যানেলের নিপুণ আক্তার; জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট; নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল (২১৯) ও মাসুম পারভেজ রুবেল (১৯১) জয়ী হয়েছেন। এ পদে ১৫৬ ভোট পেয়ে হেরেছেন রিয়াজ এবং ১১২ ভোট পেয়ে হেরেছেন ডি এ তায়েব।
সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাইমন সাদিক (২১২)। ১২৭ ভোট পেয়ে হেরেছেন সুব্রত।
সাংগঠনিক সম্পাদক পদে শাহানুর ১৮৪ ভোট পেয়ে জিতেছেন, ১৫৫ ভোট পেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলেকজান্ডার বো।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ২০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন, ১৩৪ ভোট পেয়ে হেরেছেন নিরব।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন ২০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন, ১৩৬ ভোট পেয়ে হেরেছেন জাকির হোসেন।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আরমান, ১০৭ ভোট পেয়ে হেরেছেন জ্যাকি আলমগীর। কোষাধ্যক্ষ পদে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজাদ খান, ১৪৬ ভোট পেয়ে হেরেছেন ফরহাদ।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা সুলতানা (২২৫), রোজিনা (১৮৫), অরুণা বিশ্বাস (১৯২), সুচরিতা (২০১), আলীরাজ (২০৩), মৌসুমী (২২৫), চুন্নু (২২০) আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস (২৪০), কেয়া (২১২), জেসমিন (২০৮) ও অমিত হাসান (২১৭)।
কার্যকরী সদস্য পদে হেরেছেন- আফজাল শরীফ (১৬৩), আসিফ ইকবাল (১৬৮), গাঙ্গুয়া (৯৯), ডন (১১০), নাদির খান (১৭৯), নানা শাহ (১৬২), পরী মণি (৭৯), বাপ্পারাজ (১১৭), রবিউল ইসলাম হরবোলা (৪৭), শাকিল খান (৭৯), সাংকো পাঞ্জা (৮২), সিমান্ত (১৭৩) ও হাসান জাহাঙ্গীর (১১১)।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৬টা ১০ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। ৪২৮ ভোটারের মধ্যে ভোট দেন ৩৬৫ ভোটার। ভোট গণনায় বাতিল হয়েছে ২৬টি ভোট।
-
অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে কী কথা হল, জানালেন অনন্ত জলিল
-
কানের লাল গালিচায় সুলতান সুলেমানের ‘হুররাম’
-
ঢাকায় আসছেন শিল্পা শেঠি
-
আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের কাজ করছেন নুহাশ হুমায়ূন
-
মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
-
বিরাট কোহলির কাছে ব্যাটিং শিখছেন আনুশকা
-
দুই সিনেমা নিয়ে কানের মার্শে দ্যু ফিল্মে গেলেন অনন্ত-বর্ষা
-
এক মঞ্চে আসছে ৮ রক ব্যান্ড
সর্বাধিক পঠিত
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- ‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ