মুক্তি পেল ‘চন্দ্রাবতী কথা’ ও ‘বাজি’

সরকারি অনুদানে ষোড়শ শতকের নারী কবি চন্দ্রাবতীকে নিয়ে নির্মিত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’ ও টালিগঞ্জের সিনেমা ‘বাজি’ মুক্তি পেয়েছে শুক্রবার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2021, 11:23 AM
Updated : 16 Oct 2021, 11:23 AM

‘চন্দ্রাবতী কথা’ সিনেমাটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত স্কয়ার), যমুনা ব্লকবাস্টার সিনেমাস, সিনেস্কোপে (নারায়ণগঞ্জ) মুক্তি পেয়েছে বলে জানান পরিচালক এন রাশেদ এন রাশেদ চৌধুরী।

সাফটা চুক্তির আওতায় আমদানিকৃত সিনেমা ‘বাজি’ মুক্তি ৪৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বলে জানিয়েছে তিতাস কথাচিত্র। এতে জুটি বেঁধেন জিৎ ও মিমি চক্রবর্তী।

জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।

‘চন্দ্রাবতী কথা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলরুবা দোয়েল।

অন্যান্য চরিত্রে রয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণসহ আরও অনেকে।

ছবির সংগীতায়োজন করেছেন কলকাতার লোকসংগীত শিল্পী সাত্যকি ব্যানার্জী। ছবির দৃশ্যধারণ হয়েছে চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে।

সরকারি অনুদানের পাশাপাশি ছবিটি প্রযোজনায় যুক্ত হয়েছে ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশন্স।