কলকাতার ‘বাজি’ দিয়ে খুলছে মধুমিতা

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বড় আয়োজনের ছবি মুক্তি না পাওয়ায় প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা মধুমিতা প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 11:34 AM
Updated : 16 Sept 2021, 11:34 AM

সিনেমা হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮ অক্টোবর থেকে কলকাতার ‘বাজি’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে দেড় বছর পর মধুমিতা সিনেমা হল খুলছে।

“হল খোলার বিষয়ে ইতোমধ্যে আমরা যাবতীয় প্রস্তুতি নিয়েছি। তবে হল চালু রাখতে ভালো সিনেমা দরকার। ভালো সিনেমা মুক্তি না পেলে হল চালু রাখা কঠিন হবে।”

সাফটা চুক্তির আওতায় আমদানিকৃত ‘বাজি’ সিনেমায় অভিনয় করেছেন জিৎ ও মিমি চক্রবর্তী। জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখার ঘোষণার সাত মাস পর অক্টোবর থেকে হলগুলো খুলে দেওয়া হলেও মধুমিতা তখন থেকেই বন্ধ ছিল।

এর আগে জুন মাসে শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমা দিয়ে মধুমিতা খোলার প্রক্রিয়ার মধ্যে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছিল।