আইজিসির আয়োজনে গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসি) আয়োজনে ‘মল্লার সন্ধ্যায়’ বর্ষার গান নিয়ে আসছেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 10:12 AM
Updated : 28 July 2021, 10:12 AM

শুক্রবার সন্ধ্যা ৭টায় আইজিসির ফেইসবুকে পেইজে ধারণকৃত অনুষ্ঠানটি প্রচার করা হবে বলে ভারতীয় হাই কমিশন, ঢাকার এ সাংস্কৃতিক কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বন্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ আয়োজনে আমি বর্ষার গান গাইব। কোন গানটি করব-তা এখনও চূড়ান্ত করিনি। বিষয়টি নিয়ে পরিকল্পনা করছি।”

ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে আয়োজিত এ বিশেষ আয়োজনে বন্যা ছাড়াও ভারতের বেশ কয়েকজন শিল্পী এতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরোদে রাজরূপা চৌধুরী, কণ্ঠে স্বর্ণময়ী চক্রবর্তী ও বাঁশিতে থাকছেন কিরণ কুমার।

করোনাভাইরাস মহামারী বিবেচনায় ভার্চুয়ালি এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আইজিসি।

গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীদের নিয়ে ‘সংগীত ঐক্য, বাংলাদেশ’র সভাপতির দায়িত্ব পালন করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা; তিনি সংগীতশিল্পীদের সংগঠন সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশেরও সভাপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন বন্যা রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি পেলেও ধ্রুপদী, টপ্পা ও কীর্তনও গেয়েছেন।

সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা বন্যা রবীন্দ্রসংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন।

সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা।

এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।