তপন চৌধুরীর কোভিড-১৯ পজেটিভ

দেশে এসেছেন মাস খানেক হল। এরমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2021, 02:39 PM
Updated : 11 April 2021, 02:39 PM

৯ এপ্রিল কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ আসায় নিজেকে আলাদা করে ঘরেই সময় কাটাচ্ছেন গায়ক তপন চৌধুরীর।

সোলস খ্যাত এই গায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বাসাতেই আছি। চিকিৎসা চলছে। জানি না কীভাবে আক্রান্ত হলাম। তবে তেমন কোনো জটিলতা দেখা দেয়নি।”

পরিবার নিয়ে কানাডায় স্থায়ী হওয়া তপন চৌধুরী মাঝে মাঝেই গানের টানে দেশে ছুটে আসেন। ৫ মার্চ ঢাকায় এসে তিনি ব্যস্ত ছিলেন সংগীত নিয়েই।

তবে ভাইরাসের আক্রান্ত হলেও তার মন ভারাক্রান্ত হয়ে আছে অন্য ঘটনায়।

এবার মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে আয়োজকদের পক্ষ থেকে সেভাবে আর সাড়া না পাওয়াতে তিনি অসন্তুষ্ট হয়েছেন।

তার কথায়, “প্রথম কয়েকবার যোগাযোগ করা পর আর কোনো খবর নেই। এটা তো কোনো কথা হতে পারে না। হ্যাঁ কিংবা না- কিছু একটা তো জানাবে। এটা একটা সাধারণ ভদ্রতা। আমরা তো গান করি মনের খোরাক হিসেবে। অন্য কিছুর জন্য তো নয়।”

মনের এই অবস্থা হলেও শারীরিক অবস্থা ভালো আছে তার।

“আমি তো ভালোই বোধ করছি। তবে পরিবার কানাডায়। তারা বেশ দুঃশ্চিন্তায় আছে।” বললেন তিনি।

বেশ কয়েক মাস বাংলাদেশে থাকবেন তপন চৌধুরী।

তার কথায়, “অন্তত ঈদের আগে দেশ ছাড়ছি না।”