মহামারী: অর্ধেক আসন খালি রেখেই চলছে সিনেমা হল

সিনেমা হলে জনসমাগম সীমিত করাসহ সরকারের ১৮ দফা নির্দেশনার মধ্যে হল মালিকরা বলছেন, প্রায় সাড়ে পাঁচ মাস ধরে অর্ধেক আসন খালি রেখেই চলচ্চিত্র প্রদর্শন করছেন তারা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2021, 03:13 PM
Updated : 31 March 2021, 03:13 PM

মহামারীর মধ্যে সাত মাস ধরে বন্ধ থাকা দেশের সব সিনেমা হল গত বছরের ১৬ অক্টোবর থেকে অর্ধেক আসন খালি রাখার শর্তে খোলার অনুমতি দিয়েছিল সরকার। 

হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস জানান, এখনও সেই নিয়মেই সিনেমা হল চলছে। 

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে থাকায় সোমবার সব ধরনের জনসমাগম সীমিত করার নির্দেশনা জারি করেছে সরকার।

সুদীপ্ত কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামারীর মধ্যে সিনেমা হল খোলার পর থেকেই ৫০ ভাগ দর্শক খালি রেখে ছবি চালাচ্ছেন হল মালিকরা; সেটিই অব্যাহত থাকবে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধির প্রতি জোর দেওয়া হবে।”

নাম না প্রকাশের শর্তে এক হল মালিক বলেন, “সিনেমা হলের ৫০ ভাগ আসন তো অনেক; মহামারীর মধ্যে হল খোলার পর থেকে ১০ ভাগ দর্শকও আমরা পাইনি।”

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত বছরের ১৮ মার্চ থেকে প্রায় সাত মাসের জন্য দেশের সব সিনেমা হল বন্ধ ছিল। সরকার অক্টোবরে সিনেমা হল খোলার অনুমতি দিলেও বলাকা, মধুমিতাসহ বেশ কয়েকটি সিনেমা হল এখনও খোলেনি।