গ্র্যামি অ্যাওয়ার্ডের তারিখ পেছালো
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2021 02:59 PM BdST Updated: 08 Jan 2021 02:59 PM BdST
জানুয়ারির ৩১ তারিখের পরিবর্তে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।
‘রেকর্ডিং অ্যাকাডেমি’ এবং প্রচার মাধ্যম ‘সিবিএস’ যৌথভাবে এক বিবৃতিতে ঘোষণা দিয়ে সংগীতের এই সর্বাধিক সম্মান প্রদান অনুষ্ঠানের নতুন তারিখের ঘোষণা দেয়।
বিবৃতি অনুসারে রয়টার্স জানায়, “স্বাস্থ্য-বিশেষজ্ঞ ও শিল্পীদের সঙ্গে আলোচনা করে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হল যে, ৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।”
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে করোনাভাইরাসের প্রকোপ সাংঘাতিক হারে বেড়ে গেছে। হাসপাতাল এবং আইসিইউ’র বিছানাগুলো ভরে উঠছে রোগীতে। জিম, স্যালুন ও রেস্তোরাঁ আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এরকম পরিস্থিতির কারণেই গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হল বলে জানানো হয় বিবৃতিতে।
তবে এই তারিখের সঙ্গে সংঘর্ষ তৈরি করছে ‘স্ক্রিন অ্যাক্টোর্স গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ড’ প্রদানের তারিখ। মহামারীর কারণে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ পিছিয়ে নির্দিষ্ট করা হয়েছে ১৫ মার্চ।
পাশাপাশি দুটি পুরষ্কার প্রদান অনুষ্ঠান হওয়াতে ক্ষোভ জানিয়েছে ‘দি এসএজি-এএফটিআরএ’ সংগঠন। কারণ তাদের নতুন তারিখ গত বছর জুলাই মাসেই ঠিক করা ছিল।
করোনাভাইরাস মহামারীর কারণে এই বছর অস্কার অনুষ্ঠানও ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিল মাসে নিয়ে যাওয়া হয়েছে। আর গোল্ডেন গ্লোবস জানুয়ারি মাস থেকে সরিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৮ ফেব্রুয়ারি।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল